Hare to Whatsapp
আনন্দবাজার থানার বাঙালি উদ্বাস্তু শিবির থেকে ৭ টি পরিবার ঘরে ফিরল
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২৮, : CAB ক্যাব এর বিরোধিতায় বিগত ১০ ইং ডিসেম্বর রিয়াং জাতিগোষ্ঠীর মিশ্র সংগঠনের ডাকে যে হিংসাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গোটা কাঞ্চনপুর মহাকুমায়। তারই আতঙ্কে পড়ে ভিটে মাটি ছেড়ে আনন্দবাজার থানায় বাঙালি অংশের ৯৩ টি পরিবার আশ্রয় নিয়েছিল। প্রায় তিন মাস হয়েছে তারা তাদের ভিটেমাটি ছেড়ে এখনো থানায় দিন কাটাচ্ছেন।
এরই মধ্যে গত ২৪ শে ফেব্রুয়ারি আনন্দবাজার থানায় মোট ৭ টি পরিবার লিখিতভাবে অবগত করে বাড়ি ফিরলেন। তারা জানান বিগত ১৫ ইং ফেব্রুয়ারী স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রস্তাবিত প্যাকেজের প্রতিশ্রুতি মূলে সন্তুষ্ট হয়।
তারা আরও জানান আনন্দবাজারের আক্রান্ত পরিবারের অনেকেই স্বাভাবিক জীবনের ন্যায় ব্যবসা-বাণিজ্য বাড়িতে ও বসবাস করছেন।
উনারা কথা বলতে গিয়ে বলেন আনন্দবাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি উনার ৫ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সেই হিসাবে সরকার কর্তৃপক্ষের কাছে লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে যেমন কেউ দিয়েছেন ৫ লক্ষ্য টাকা, আবার কেউ ৮ লক্ষ্য, কেউবা দিয়েছেন ১০ লক্ষ্য, আবার কেউবা দিয়েছেন ৪ লক্ষ্য টাকা।
কিন্তু সরকার কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ৫ লক্ষ্য টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে য়াদের তাদের কে জি এস টির প্রমাণপত্র দিতে হবে। আর যাদের ৫ লক্ষ্য টাকার ভিতরে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সরকার ৮০% ক্ষয় ক্ষতির দাবি পূরণর করবেন বলে, এমনটাই জানান উদ্বাস্তু শিবির থেকে আসা সাতটি পরিবারের সদস্যরা............।