Hare to Whatsapp

বাম গেলো রাম এলো তবুও বিশুদ্ধ পানীয় জলের দুঃখ ঘুচলো না উপজাতি গিরীবাসীদের

By Our Correspondent

আগরতলা, অক্টোম্বর ২৬, : এমনই এক করূণ চিত্র আমাদের ক্যামেরায় উঠে আসলো তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন পাহাড়ি প্রত্যন্ত গিরী এলাকা থেকে । বর্তমানে বিজেপি সরকারের ৩ বছর অতিক্রান্ত হতে চললেও পাহাড়ি এলাকার জনজাতিদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সুরাহা আজ পর্যন্ত বের করতে পারে নি । যার ফলে এক প্রকার চরম দুঃখ-দুর্দশার মধ্যে দিয়েই জীবন কাটাতে হচ্ছে গিরি বাসীদের । যদিও শহর এলাকায় বিভিন্ন সাপ্লাইয়ের মধ্যে জলের অপচয় দেখা গেলেও কিন্তু প্রত্যন্ত এলাকা গুলোতে জল সংকট চরমে রয়েছে । বিশেষ করে বছরের শুখা মরশুম কালীন সময়েই প্রত্যন্ত এলাকা গুলোতে জল সংকট চরম আকার ধারণ করে । যার ফলে স্থানীয় গিরীবাসীদের ছোট ছোট জলের পাত্র নিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কবে নাগাদ প্রশাসনের গাড়ি করে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে, আদৌও দেওয়া হবে কি না । কিন্তু‌ কেন্দ্রীয় সরকার প্রত্যন্ত এলাকা গুলোর জল সংকট দূরীকরণে অনেকটা "নামকাওয়াস্তে" বিভিন্ন প্রকল্প চালু করেলেও এবং বিশাল অর্থ রাশির স্বপ্ন দেখিয়ে চললেও কিন্তু ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের অধীনস্ত প্রত্যন্ত এলাকা গুলোতে জল সংকটের সমস্যা রয়েছে পূর্বের মতো ঠিক এক তিমিরেই । ফলে আজ বাধ্য হয়ে প্রত্যন্ত পাহাড়ি এলাকার গিরীবাসীদের পাথর চুসা নোংরা জল এমন কি ছড়ার পাশে গর্ত করে ঘোলাটে অ-পরিশোধিত জল খেয়েই জীবন-ধারণ করে বেচেঁ থাকতে হচ্ছে । যার ফলেই মূলতঃ আজ প্রত্যন্ত এলাকার গিরীবাসীদের বিভিন্ন ধরনের কঠিন ও অজানা রোগে জর্জরিত হয়ে হাসপাতাল মুখী এমনকি কখনো কখনো মৃত্যুমুখী হতে হচ্ছে । উল্লেখ্য, আজ দেশ স্বাধীনের ৭৫ বছর পেরিয়ে গেলেও প্রত্যন্ত পাহাড়ি এলাকার জনজাতিদের জল সংকটের সমস্যা যেন আজও সমাধান হলো না । আর এই জলের সমস্যা নিরসনে ত্রিপুরার বিজেপি সরকারের প্রশাসন ব্যবস্থা একপ্রকার ব্যর্থ বলা যেতে পারে । যার ফলে মুঙ্গিয়াকামী পাহাড়ি প্রত্যন্ত জনপদ গুলোতে পা রাখলেই দেখা যায় ওইসব এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের দু'পাশে দাঁড়িয়ে রয়েছে জনজাতি অংশের মানুষ জনেরা নিজ নিজ জলের পাত্রটুকু হাতে নিয়ে কখন গাড়ি করে জল দেওয়া হবে ; আদৌও হবে কি না । অনেকটা চাতক পাখির মতো হা হা কার করে চলছে সামান্য বিশুদ্ধ পানীয় জলের জন্য । যদিও এই জল সংকট নিরসনে স্থানীয় গিরীবাসীরা বারংবার মন্ত্রী আমলা থেকে শুরু করে বিধায়কদের দীর্ঘদিনের জলের এই সমস্যা সমাধানের কথা জানালেও বিধায়ক থেকে শুরু করে নেতা আমলারা এই বিষয়ে মূলতঃ কোন রকম কর্ণপাত করে নি । যার ফলে ক্ষোভে ফেটে পড়ছে গোটা প্রত্যন্ত পাহাড়ি এলাকার জনজাতিরা । এখন মূলতঃ সরকার ও প্রশাসনের কাছে তাদের একটাই দাবি অতি শীঘ্রই যেনো মুঙ্গিয়াকামী ব্লকের অধীন ৪৩ মাইল, হলুদিয়া, ৩৯ মাইল, ও ৩৬ মাইল এলাকার মধ্যে বসবাসকারী স্থানীয় জনজাতিদের দীর্ঘদিন ধরে চলে আসা বিশুদ্ধ পানীয় জলের সমস্যার নিরসন করা হয় । এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে, সংবাদ পরিবেশনের পরেও পাহাড়ি প্রত্যন্ত এলাকায় চলে আসা বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের কুম্ভকর্ণের নিদ্রা ভাঙে কি না !!


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.