Hare to Whatsapp
রাজ্যের ক্লাবগুলির মধ্যে তৈরি হয়েছে সৌহার্দ্যপূর্ন ও সেবামূলক মানসিকতা : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ২৫ , : সঠিক ব্যবস্থাপনা ও সর্বাঙ্গীন জনসচেতনতায় পুজো পরবর্তী কোভিড পরীক্ষার তথ্যানুসারে রাজ্যে এখন সংক্রমণের হার নিয়ন্ত্রণে রয়েছে ক্লাব সংস্কৃতির বিরূপ অভিজ্ঞতা কাটিয়ে বর্তমানে তৈরি হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ক্লাবগুলি সামাজিক কর্মকান্ডে নিজেদের বেশি করে সম্পৃক্ত করছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত স্যন্দন শারদ সম্মান ২০২১ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজ নিজ ক্ষেত্রে অনন্য নজির তৈরির জন্য চারজন নারী শক্তিকে সম্মাননা জানান মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি স্যন্দন আয়োজিত শারদ সম্মানে বিভিন্ন বিভাগে নির্বাচিত ক্লাবগুলিকে পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যথা সময়ে সঠিক ব্যবস্থাপনা গ্রহণের ফলে মানুষ কোভিড আতঙ্ক থেকে বেরিয়ে নির্ভয়ে পুজোর আনন্দ উপভোগ করতে পেরেছেন। কোভিড পরীক্ষায় সংগৃহীত নমুনার ২৩ অক্টোবরের রিপোর্ট অনুসারে আগরতলা শহরে একজনও সংক্রমিত নেই। পুজো পরবর্তী অবস্থায় সংক্রমণ যেন বৃদ্ধি পায় সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের ক্লাবগুলির মধ্যে তৈরি হয়েছে সৌহার্দ্যপূর্ণ ও সেবামূলক মানসিকতা। এরই ফলশ্রুতিতে ক্লাবগুলির এখন সামাজিক ইতিবাচক কর্মসূচির প্রতিযোগিতা। আগামীদিনেও সমাজসেবামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে কাবগুলি নিজেদের সম্পৃক্ত করে রাখবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, অষ্টম স্যন্দন শারদ সম্মানে বিচারকরা নিজেদের বিচার বিবেচনা থেকে বিভিন্ন বিভাগে ক্লাব উদ্যোক্তাদের চিহ্নিত করেছেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে অনন্য নজির তৈরি করেছেন এমন বেশ কয়েকজনকে এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করার প্রয়াস নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন প্রায় ৯০ বছরের চিনু বালা পাল। যিনি এই বয়সেও মাটির প্রতিমা গড়েন। তিনি বলেন, ক্ষমতা প্রদর্শনের বদলে ক্লাবগুলি এখন সেবামূলক কর্মকান্ডে নিজেদের বেশি করে যুক্ত করছে। যা গোটা রাজ্যে এক ইতিবাচক দিক। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব, বাংলাদেশ হাইকমিশনের সহকারি হাইকমিশনার মহম্মদ জুবায়েদ হোসেন, টিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান মানস দেববর্মণ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা প্রমুখ।