Hare to Whatsapp
ও টি পি সি আগরতলা গভের্নমেন্ট মেডিকেল হসপিটাল এন্ড জি বি পি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ২৪৪ টি ডি টাইপ অক্সিজেন সিলিন্ডার তুলে দিল
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ২৩, : ও টি পি সি'র (ও এন জি সি ত্রিপুরা পাওয়ার কোম্পানি) উদ্যোগে শুক্রবার আগরতলা গভের্নমেন্ট মেডিকেল হসপিটাল এন্ড জি বি পি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ২৪৪ টি ডি টাইপ অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে। এইদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ও টি পি সি'র এম ডি সনিল নাম্বোদ্রিপাদ, এ জি এম সি এন্ড জি বি পি হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ এস দেববর্মা এবং ও টি পি সি'র পক্ষে প্রজেক্ট ডি জি এম তাপস ভৌমিক- এর উপস্তিতিতে শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে ও টি পি সি-র এম ডি সনিল নাম্বোদ্রিপাদ বলেন কর্তৃপক্ষ তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসাবে তাদের লভ্যাংশের ২ শতাংশ খরচা করে থাকে। গত দুই বছরে স্বাস্থ্যক্ষেত্রে এই ধরনের বেশ কিছু উদ্যোগ নিয়েছে ও টি পি সি। জি বি পি হাসপাতাল সুপার এস দেববর্মা বলেন, করোনা অতিমারির শুরুতেই বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের জন্য বেসরকারি সংস্থার কাছে সাহায্য চাওয়া হয়। ও টি পি সি কর্তৃপক্ষ এবছর তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির খাতে ২ কোটি টাকা বরাদ্ধ করেছে। এর আগে আই জি এম হাসপাতালকেও ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই ধরনের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা কর্তৃপক্ষকেও ২৫ লক্ষ টাকার সাহায্য করেছে সংস্থা। এই অক্সিজেন সিলিন্ডার গুলি ৪৭ কেজি ক্ষমতা সম্পন্ন ও স্হানান্তরযোগ্য। ও টি পি সি আগামী দিনেও তাদের এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।