Share Whatsapp

পুলিশ স্মৃতি দিবসে বীর শহীদ জওয়ানদের প্রতি মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

By Our Correspondent

আগরতলা, অক্টোম্বর ২২, : রাষ্ট্রহিতে ও আভ্যন্তরীণ সংহতি রক্ষার্থে দেশের বীর সন্তানরা আত্মোৎসর্গ করেছেন। রাষ্ট্রের ঐক্য ও অভিন্নতার ছবিকে আরও সুদৃঢ়, উজ্জ্বল ও গৌরবান্বিত করার লক্ষ্যে তাদের বলিদানের প্রতি আমাদের অঙ্গীকারবদ্ধতাই হবে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি নিবেদন। পুলিশ স্মৃতি দিবসের মূল অনুষ্ঠানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সারা দেশের সাথে রাজ্যেও আজ যথার্থ মর্যাদায় পুলিশ স্মৃতি দিবস পালিত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় অরুন্ধতিনগরস্থিত পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে। সকাল ৮টায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কর্তব্য পালন করতে গিয়ে যে সকল পুলিশ ও সেনা জওয়ানেরা গত এক বছরে শহীদ হয়েছেন তাদের বীরত্ব ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি স্মারকে পুস্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর মুখ্যসচিব কুমার অলক, পুলিশ মহানির্দেশক ভি এস যাদব সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আরক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টহলরত ভারতীয় জওয়ানদের উপর চীনা সেনাবাহিনী অতর্কিতে হামলায় ১০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। ১৯৬০ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসলেও মূলত ২০১২ সাল থেকে এই দিনটি পুলিশ স্মৃতি দিবস হিসেবে গোটা দেশব্যাপী পালিত হয়ে আসছে। ২০২০-২১ এ ৩৭৭জন জওয়ান শহীদ হয়েছেন। রাষ্ট্রহিতে ও সংহতি রক্ষার্থে তারা নিয়োজিত ছিলেন। বীর শহীদদের এই বলিদান আগামীদিনে রাষ্ট্রের সংহতি এবং ঐক্যকে যেন আরও সুদৃঢ় করতে পারে সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। সমস্ত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবার পরিজনদের প্রতি এবং সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.