Hare to Whatsapp
পুর ভোট ঘোষনার আগে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করার দাবী ত্রিপুরা বামফ্রন্ট কমিটি-র
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ২১, : আজ আগরতলায় মেলারমাঠে দশরথ স্মৃতি ভবনে সিপিআই, ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক রণজিৎ মজুমদারের সভাপতিত্বে বামফ্রন্ট, ত্রিপুরা রাজ্য কমিটি-র এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ এবং বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাজ্যে বাম-গনতান্ত্রিক আন্দোলনকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর ক্ষেত্রে এই দু’জন নেতার অবদানকে স্মরন করা হয়।
আজকের এই সভায় সিপিআই (এম), রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ নারায়ন কর সর্বসন্মতিক্রমে রাজ্য বামফ্রন্টের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।বামফ্রন্ট কমিটি রাজ্য নির্বাচন কমিশনের সাম্প্রতিক পুর পরিষদ সমূহের নির্বাচন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে- কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে নির্বাচন সংগঠিত করার মত একটি সুস্থ বাতাবরন গড়ে তোলা এবং রাজ্যে আইনের শাসন কায়েম করার ব্যবস্থা নিক। যাতে বিগত ৪৩ মাসে যে সমস্ত প্রহসনাত্মক নির্বাচন হয়েছে তার পুনরাবৃত্তি না হয়। ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের পক্ষে বিশ্বমনি দেববর্মা এক বিবৃতিতে এখবর জানান।