Hare to Whatsapp
বাংলাদেশে হিন্দু পূজা মন্ডপে হামলার জন্য ত্রিপুরা বামফ্রন্ট কমিটি মৌলবাদী শক্তি গুলিকে দায়ী করেছে
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ২১, : সাম্প্রতিক কালে দুর্গাপূজার সময়ে বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও সংঘর্ষের ঘটনায় ত্রিপুরা বামফস্ট কমিটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
বামফ্রন্টের বিবৃতিতে বলা হয়েছে, এই উপমহাদেশে বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মীয় বিশ্বাসের মানুষ বহু শতাব্দী ধরে সমস্ত ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সৌহার্দ্যের সহিত উদ্যাপন করে আসছেন। দেশ ভাগ হওয়ার পরও এই ঐতিহ্য বজায় রয়েছে।বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে পূজামন্ডবে হামলা করেছে এবং গুজব ছড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করেছে।
বাংলাদেশ সরকার হিংসা মােকাবেলায় নিরাপত্তা বাহিনী মােতায়েন করেছে এবং সাম্প্রদায়িক হিংসায় যুক্তদের একাংশকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার আশ্বাস দিয়েছে এই হিংসায় যারা যুক্ত তাদের শাস্তি দিয়ে সুবিচার করা হবে। ইতিমধ্যে বাংলাদেশের বামপন্থীরা এবং শান্তিপ্রিয় জনগণ রাস্তায় নেমে এই হামলার প্রতিবাদ করে চলেছেন।
ত্রিপুরা বামফ্রন্ট কমিটি লক্ষ্য করছে, এই অঞ্চলে ধর্মীয় মৌলবাদী শক্তির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা বামফ্রন্ট কমিটি আশা করছে শান্তি ও সুস্থিতি বজায় রেখে শীঘ্রই বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সক্ষম হবে। রাজ্য বামফ্রন্ট কমিটির বিবৃতিতে যে কোন মূল্যে রাজ্যের সমস্ত অংশের জনগণের মধ্যে শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।