Hare to Whatsapp
সাম্প্রতিক ঘটনাক্রম প্রতিরোধে বাংলাদেশ সরকারের সদিচ্ছার কোননা অভাব দেখছেনা বিজেপি
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ২০, : ত্রিপুরার পার্শ্ববর্তী বাংলাদেশে হিন্দু নির্যাতন থামছেনা। এখনও আতঙ্কিত সেদেশের সংখ্যালঘু হিন্দুরা। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব এনিয়ে এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিজেপি-র বিবৃতিতে বলা হয়েছে দল সংশ্লিষ্ট বিষয়ের উপর দৃষ্টি রেখে চলেছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রদেশ ভাজপা সভাপতি ডাঃ মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও বার্তালাপ করেছেন। হিন্দু মন্দিরে আক্রমণ, দুর্গা প্রতিমা ভেঙে ফেলাসহ হিন্দুদের বাড়িতে
অগ্নি সংযােগ, পুরুষদের হত্যা এবং মহিলাদের সম্ভ্রম নষ্ট করার মতাে বিস্তর অভিযোেগ উঠে আসছে।
অধ্যাপক ডাঃ মানিক সাহা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সেদেশের নির্যাতিত হিন্দুদের
প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
প্রসংগত, বাংলাদেশের কুমিল্লা, নােয়াখালি, চাঁদপুর, বাঁশখালি, চাঁপাইবাবগঞ্জ, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়
দুর্গা মণ্ডপ ও প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। সেসঙ্গে বহু মন্দিরে হামলা সংঘটিত করা হয়েছে। বাংলাদেশের
হিন্দুরা এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে
আশাবাদী। পার্টি মনে করে, মৌলবাদী শক্তি বাংলাদেশে বিস্তার লাভ করেছে। আর এর জেরেই নতুন
করে হিন্দু বিরােধী সন্ত্রাস শুরু হয়েছে। সারা বিশ্বেই মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টার মােকাবেলা করতে আহ্হান জানানো হয়েছে।
ভারতীয় জনতা পার্টি বাংলাদেশের বর্তমান ঘটনাক্রমকে কোনােভাবেই খাটো করে দেখতে নারাজ। বাংলাদেশ সরকার ঘটনার
পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করা যায়, সে দেশে সরকার দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি
সুনিশ্চিত করবে। যাতে আগামী দিনের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকে।
ভারত সরকার সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে। পার্টি বাংলাদেশে
অবস্থানরত হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করে দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী
করা প্রয়ােজন বলে মনে করে।