Hare to Whatsapp
প্রশাসন জারী করে রেখেছে 144 ধারা, প্রত্যাহার না হওয়ায় পুর ভোটের দিনক্ষন ঘোষনা নিয়ে সমস্যায় নির্বাচন দপ্তর
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ১৮, : আগরতলা পুর নিগমের নির্বাচনের দিন ঘোষনা নিয়ে সমস্যায় পড়ে গেছে রাজ্য নির্বাচন দপ্তর। রাজধানীর দুই থানা এলাকায় এখন 144 ধারা চালু রয়েছে। তা চলবে আগামী 4 নভেম্বর পর্যন্ত। তাই আগামী ৪ নভেম্বরের আগে পর নির্বাচন ঘোষনা দেওয়া সম্ভব নয় । কেননা, চার নভেম্বর পর্যন্ত রাজধানীর পশ্চিম ও পূর্ব থানা এলাকায় কাগজে পত্রে এখনো 144 ধারা জারি রয়েছে । রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রাখার জন্য এই ধারা জারি করেছে প্রশাসন । নির্বাচনের দিন ঘোষনা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল গুলির প্রচার, রাজনৈতিক কর্ম কান্ড শুরু হয়ে যাবে ।
প্রসংগত, তৃনমূল কংগ্রেসের 22 সেপ্টেম্বরের পদযাত্রা ও অভিষেক ব্যানার্জিকে আটকাতেই তখন তড়িঘড়ি করে প্রশাসন 4 নভেম্বর পর্যন্ত 144 ধারা বলবৎ করে । তাই এখন পুর নির্বাচনের দিন ঘোষণা দিতে হলে 144 ধারা উঠিয়ে দিয়ে তার পর নির্বাচনের দিন ঘোষনা করতে হবে ।
তৃনমূল সুত্রের খবর, 144 ধারা উঠে গেলই পুনরায় অভিষেক ব্যানার্জি আগরতলায় আসবেন ও পদযাত্রা করবেন । তৃনমূল পুর ও নগর ভোটে প্রার্থী দেওয়ার কথাও ঘোষনা করেছে। এই অবস্হায় এখনি পুর ভোট হলে বিজেপি কঠিন লড়াইর মুখে পড়তে পারে। কিন্তু কোভিডের অজুহাত দেখিয়ে পুর ভোট গ্রহনের দিন তারিখ ইতিমধ্যেই ছয় মাস করে দুইবার বৃদ্ধি করা হয়েছে।
এদিকে হাইকোর্টে তৃনমূলের দায়ের করা 144 ধারা প্রত্যাহারের মামলা আগামী 15 নভেম্বর ফের শুনানী হবে।