Share Whatsapp

প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান ফর মাল্টি মডেল কানেকটিভিটির সূচনা, এ জাতীয় মাস্টারপ্ল্যান একবিংশ শতাব্দির ভারতকে গতিশক্তি যোগাবে : প্রধানমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, অক্টোম্বর ১৫, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল নতুন দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাস্টারপ্ল্যান ফর মাল্টি মডেল কানেকটিভিটির সূচনা করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল তার সরকারি বাসভবনে সরাসরি ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গড়ার সিদ্ধান্তের মাধ্যমে আগামী ২৫ বছরের ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ জাতীয় মাস্টারপ্ল্যান একবিংশ শতাব্দির ভারতকে গতিশক্তি যোগাবে। উৎপাদক ও কৃষকগণ গতিশক্তির এই বিশেষ অভিযানের কেন্দ্রে রয়েছে। এই মাস্টারপ্ল্যান দেশের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে একবিংশ শতাব্দির সময়োপযোগীর ভারত গড়ার শাক্তি যোগাবে। পাশাপাশি তাদের যাত্রাপথে যেসব বাধা আসবে তা দূর করবে। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দির ভারত পুরাতন ব্যবস্থাপনাকে ত্যাগ করে এগিয়ে চলেছে। আজকের মন্ত্র হলো প্রগতির জন্য সম্পদ ও প্রগতির জন্য পরিকল্পনা, প্রগতির জন্য অগ্রাধিকার। বর্তমানে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার কর্মসংস্কৃতি যেমন গড়ে তোলা হয়েছে তেমনি নির্ধারিত সময়ের আগে সেই কাজ শেষ করার জন্যও উদ্যোগী হয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, সারা পৃথিবীব্যাপী স্থিতিশীল উন্নয়নের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা প্রমানিত। এর ফলে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পায় এবং অধিক কর্মসংস্থানের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী বলেন, ম্যাক্রোপ্ল্যানিং এবং মাইক্রো ইমপ্লিমেন্টেশনের সময় বিরাট পার্থক্য দেখা যায়। সমন্বয়ের অভাব, যথাযথ তথ্য না পাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাস্টারপ্ল্যান এই সমস্যার সমাধানে কাজ করবে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের সার্বিক উদ্যোগের পাশাপাশি সমষ্টিগত শক্তির সাহায্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টারপ্ল্যান সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে যুক্ত করবে এবং বাস্তবায়ণের বিভিন্ন পদ্ধতির মধ্যে সমন্বয় সাধন করবে। এটি হলো সামগ্রিক প্রশাসনের সম্প্রসারিত ভাবনা। প্রধানমন্ত্রী পরিকাঠামোর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলির বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশাপ্রকাশ করে বলেন, উন্নত পরিকাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে ভারত একদিন বিশ্বের বাণিজ্যিক রাজধানী হয়ে উঠবে। তিনি বলেন, বর্তমানে জনসাধারণ জনধন, আধার, মোবাইল (জেএএম) এই প্রকল্প সমূহের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। অনুরূপভাবে প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাটারপ্ল্যান ফর মাল্টি মডেল কানেকটিভিটি পরিকাঠামো ক্ষেত্রে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল, এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালা, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ, শিল্পপতিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.