Hare to Whatsapp
দুর্গা পুজোর চারদিন ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিস-এর হেড কোয়ার্টারের কন্ট্রোল রুমে বসবেন মন্ত্রী রাম প্রসাদ পাল, সবকটি ফায়ার স্টেশনের কাজে নজরদারি চালাবেন নিজে
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ১৪, : দুর্গাপূজা উপলক্ষে মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষায় ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তর কতটা প্রস্তুত রয়েছে তা আজ সরজমিনে খতিয়ে দেখলেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। আজ তিনি নিজে ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস এর হেড কোয়ার্টার পরিদর্শন করেন।
জানাগেছে, দুর্গা পূজো উৎসব কালে জনগণের জীবন এবং সম্পত্তি রক্ষায় দফতরের কর্মীরা কতটুকু প্রস্তুত এবং কোন ধরনের গাফিলতি যাতে না থাকে তার জন্য মন্ত্রী গুগোল মিট এর মাধ্যমে রাজ্যের সব কয়টি ফায়ার স্টেশনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন। এবং জনসাধারণের বিপদে যাতে সব সময় জনগণের সেবক হয়ে দপ্তর সর্বোৎকৃষ্ট পরিষেবা দিতে পারে তার জন্য মূল্যবান নির্দেশাবলী দিয়েছেন মন্ত্রী। পুজোর চারদিন ফায়ার এবং ইমার্জেন্সি সার্ভিস এর হেড কোয়ার্টারে মন্ত্রী নিজেও কন্ট্রোল রুমে বসবেন। এবং এই কন্ট্রোলরুম থেকে রাজ্যের সবকটি ফায়ার স্টেশনের কাজে নজরদারি চালাবেন বলে এক সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী।