Hare to Whatsapp
কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ১১, : কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে৷ রাজ্যের সমস্ত অংশের কৃষকদের কাছে এ সমস্ত কর্মসূচির সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে। এর সুফল পাচ্ছেন রাজ্যের কৃষকগণও। আজ মোহনপুর পুরপরিষদের উদ্যোগে এবং মোহনপুর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা কষি মহাবিদ্যালয়ের সহযোগিতায় আমার সজি বাগান অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষকদের আত্মনির্ভর করে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে। মোহনপুর পুরপরিষদ এলাকায় ‘আমার সজি বাগান’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে চাষযোগ্য সমস্ত জমিকে ব্যবহার করা। এই কর্মসূচিতে পুরপরিষদের প্রতিটি ওয়ার্ডে ৪০ জন করে ৬০০ জনকে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের উন্নয়নে জনগণকেও অংশীদার হতে হবে। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। সভাপতিত্ব করেন মোহনপুর পুরপরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিমি দেববর্মা। অনুষ্ঠানে পুরপরিষদ এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে লাউ, সীম, কুমড়া, মরিচ, পালং, মূলা, ধুন্দুল, বরবটি, ঢেঁড়শ, টমেটো, বেগুন, ফুলকপি, বাধাকপি, শশা ও ক্যাপসিকামের বীজ ও চারা দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে ৬০০ জন সুবিধাভোগী ও স্বসহায়ক দলের ১০০ জন উপকৃত হয়েছেন। অনুষ্ঠানে কৃষি মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. ত্রিদীপ ভট্টাচার্য, ড. নীলাদ্রি পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।