Hare to Whatsapp
টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলা ডিপ্লোমা এবং ডিগ্রি স্তরে আরও ছয়টি নতুন কোর্স চালু করলো
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ৭, : কারিগরি এবং প্রযুক্তিগত শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে রাজ্যস্থিত টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলা। বর্তমান যুগে দেশ ও বিদেশে সর্বাধিক সমাদৃত আধুনিক প্রযুক্তিগত শিক্ষার কথা মাথায় রেখে টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলায় ডিপ্লোমা এবং ডিগ্রি স্তরে ছয়টি নতুন কোর্স চালু করা হয়েছে। গত মাসের ১৮ই সেপ্টেম্বর রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়, তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয় এবং রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদগন-এর উপস্থিতিতে রবীন্দ্র ভবনে এই নতুন কোর্স গুলোর শুভারম্ভ করা হয়। ডিপ্লোমা ও ডিগ্রি স্তরে সংযোজিত নয়া কোর্স গুলো হলঃ মেসিন লার্নিং এন্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং এন্ড বিগ ডাটা, কন্সট্রাকশান অটোমেশন, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্টিয়েল অটোমেশন,সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার এপ্লিকেশন এবং ইলেক্ট্রিকেল উইথ কম্পিউটার এপ্লিকেশন। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ত্রিপুরাতে টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলায় সর্বপ্রথম আধুনিক প্রকৌশল ও প্রযুক্তিক শিক্ষার এই পাঠ্যক্রম গুলো চালু করা হয়েছে। সময়োপযোগী আধুনিক এসব কোর্স গুলোতে পড়াশোনার মাধ্যমে শিল্পক্ষেত্রে দেশ ও বিদেশে এসব কোর্সে পাশ করা ছাত্রছাত্রীদের গ্রহণযোগ্যতা প্রতিদিনই বাড়ছে। তেমনি কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে। কোভিডের কঠিন পরিস্থিতির মধ্যেও সরকারী ও বেসরকারি ক্ষেত্রে আধুনিক প্রকৌশল ও প্রযুক্তিক শিক্ষার এইসব পাঠ্যক্রম গুলোতে পড়াশুনা করে ক্যাম্পাশ ইন্টারভিউর মাধ্যমে চাকুরী পাওয়া যাচ্ছে। রয়েছে ঘরে বসে রোজগারের সুযোগও।
কর্মসংস্থান উপযোগী উন্নত এবং গুনগত শিক্ষা প্রদানের সঙ্গে সঙ্গে রাজ্যে সামাজিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলতেও টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলা একান্তভাবে দায়বদ্ধ। আর এই দায়বদ্ধতাকে মাথায় রেখে রাজ্যের সামাজিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু, এস সি (SC), এস টি (ST) এবং ও বি সি (OBC) ছাত্রছাত্রীদের জন্য প্রায় বিনামূল্যে শিক্ষার সুযোগ রয়েছে টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলায়। রয়েছে বিভিন্ন সরকারী স্কলারশিপের ব্যবস্থাও। প্রয়োজনীয় অনুমোদন আসতে খানিকটা বিলম্ব হওয়ায় এবছর রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর দ্বারা আয়োজিত এডমিশন কাউন্সিলিং-এর প্রথম ও দ্বিতীয় রাউন্ডে টেকনো কলেজ-এর ডিপ্লোমা কোর্স গুলোতে ভর্তির জন্য কাউন্সিলিং-এ অংশগ্রহন করতে পারেনি। কিন্তু রাজ্য উচ্চশিক্ষা দপ্তর দ্বারা আয়োজিত স্পর্ট এডমিশনের বিশেষ সুযোগ প্রদানের কারনে মাধ্যমিকের সায়েন্স গ্রুপ ও ইংরেজীতে ৪৫% নম্বর পেয়েছেন এমন ছাত্রছাত্রীরা টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলায় উক্ত নতুন কোর্স গুলোতে পড়ার জন্য ভর্তি হতে পারবেন।
৭ সেপ্টেম্বর রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে কলেজের তরফে এক সাংবাদিক সন্মেলনে এখবর দিয়ে বলা হয়েছে, টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলায় ডিগ্রি স্তরের ছাত্র ছাত্রীদের মতো ডিপ্লোমা স্তরের ছাত্রছাত্রীদের জন্যও ক্যাম্পাশ ইন্টারভিউর মাধ্যমে চাকুরী বা প্লেইসমেন্ট-এর বিশেষ ব্যাবস্থা রয়েছে। গত বেশ কয়েক বছর যাবৎ টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলার ট্রেনিং এন্ড প্লেইসমেন্ট সেল-এর অয়াধিকারীকদের নিরলস প্রচেষ্টায় কলেজের বহু ছাত্রছাত্রীর মোটা অংকের প্যাকেজে দেশ ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পনীতে কর্মসংস্থানের সুযোগ মিলেছে। টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলার ট্রেনিং এন্ড প্লেইসমেন্ট সেল-এর আধিকারিকদের মতে মেসিন লার্নিং এন্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং এন্ড বিগ ডাটা, কন্সট্রাকশান অটোমেশন, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্টিয়েল অটোমেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ কম্পিউটার এপ্লিকেশন এবং ইলেক্ট্রিকেল উইথ কম্পিউটার এপ্লিকেশন-এর মতো আধুনিক কোর্স গুলো অধ্যয়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ আরও অনেকগুন বৃদ্ধি পাবে। কোভিডের কঠিন পরিস্থিতির মধ্যেও কাউকেই বেকার বসে থাকতে হবেনা।
সাংবাদিক সন্মেলন টেকনো ইন্ডিয়া গ্রুপের মহাপরিচালক ডঃ কিশোর রায় এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের পরিচালক কুনাল গাঙ্গুলী এবং টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার প্রিন্সিপাল ডঃ দিবাকর দেব উপস্থিত ছিলেন এবং ইমার্জিং টেকনোলজির বিভিন্ন কোর্স সম্পর্কে মিডিয়াকে ব্রিফ করেন।