Hare to Whatsapp
গর্ভবতী মহিলাদের বাড়ি গিয়ে তাদের পুষ্টিকর খাবার প্রদানের অনুরোধ: বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর চিঠি
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২৭, : একজন সুস্থ মা-ই জন্ম দিতে পারে একটি সুস্থ সন্তানের। আর এই পরিপ্রক্ষিতে 'পোষন অভিযান'-এর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আগরতলার বনমালিপুর এলাকায় গর্ভবতী মহিলাদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। তিনি এদিন বনমালিপুর একতা ক্লাব সংলগ্ন এলাকার সুজিত সেন ও রানা সাহার বাড়িতে যান।
সাক্ষাৎ করেন সুজিত সেনের স্ত্রী উমা সেন এবং রানা সাহার স্ত্রী পুষ্পা সাহার সঙ্গে। মুখ্যমন্ত্রী তাদের সাস্থ্য সম্পর্কে বিস্তারিত খবরাখবর নেন এবং ফল ও পুষ্টিকর খাবার প্রদান করেন।তাছাড়া মাতৃত্ব কালীন সময়ে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও সুসংহত পুষ্টি সম্পর্কে অবগত করেন এবং সবসময় আনন্দে থাকার পরামর্শ দেন।
অপুষ্টি রোধে এই অভিযানের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার গর্ভবতী মহিলাদের সুস্থ জীবন কামনা করে তাদের হাতে একটি চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এই চিঠিতে সংশ্লিষ্টদের সুস্থ জীবন কামনা করার পাশাপাশি আগামী প্রজন্মকে সুস্থ সবল করে গড়ে তোলার গুরু দায়িত্বের কথাও উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই পোষন অভিযানকে সফল করে তোলার জন্যে মুখ্যমন্ত্রী সব বিধায়কদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি বলেছেন, তারা যেন সংগঠনকে সঙ্গে নিয়ে নিজস্ব নির্বাচনী ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের বাড়ি গিয়ে তাদের পুষ্টিকর খাবার প্রদান করে। শ্রী দেব দলের মহিলা মোর্চা এবং অন্যান্য স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিও এই অভিযানের অংশ হয়ে ওঠার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কাজ করা অরাজনৈতিক কর্যকর্তাদের প্রতিও একই আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী।
ত্রিপুরা থেকে অপুষ্টি রোধ করতে, গর্ভবতী মহিলাদের পাশে দাঁড়িয়ে এই পোষন অভিযানকে সফল করে তুলতে রাজ্যের বিভিন্ন অংশের কর্যকর্তাদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।