Hare to Whatsapp
রাজ্যের প্রান্তিক জনগণের কাছে উন্নত স্বাস্থ পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার: কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ৭, : মানব সম্পদ হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। মানব সম্পদের বিকাশে চাই স্বাস্থ্য সচেতনতা ও উন্নত স্বাস্থ্য পরিষেবা। কেন্দ্র ও রাজ্য সরকার মানব সম্পদ বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যের প্রান্তিক জনগণের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোনামুড়া মহকুমার তৈবান্দাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক মেগা স্বাস্থ্য শিবির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। আলোচনা সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও মহকুমা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ চলছে।
মেগা স্বাস্থ্য শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনভোগ বিএসির চেয়ারম্যান বাসল্য নোয়াতিয়া, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির দেববর্মা প্রমুখ। সভাপতিত্ব করেন মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন অল ত্রিপুরা ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শঙ্কর চক্রবর্তী। শিবিরে শিশু রোগ বিশেষজ্ঞ, অস্থি রোগ বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ই এন টি বিশেষ ও অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। মেগা স্বাস্থ্য শিবিরে ৩৫০ জন রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।