Hare to Whatsapp

রাজ্যে এখন পর্যন্ত ৪২ হাজার ১৪৫ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে : খাদ্যমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, অক্টোম্বর ৫, : খােয়াই, ৪ অক্টোবর,২০২১ : কৃষক কল্যাণে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর রাজ্যে এখন পর্যন্ত কৃষকদের। কাছ থেকে ৭২ হাজার ৯৯৫ মেট্রিক টন ধান ক্রয় করেছে। এজন্য দপ্তরের ব্যয় হয়েছে ১৪, ৪৭ কোটি টাকা। রাজ্যে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৪২ হাজার ১৪৫ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে। আজ খােয়াই জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী মনােজ কান্তি দেব একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, খােয়াই জেলার ১৮০টি ন্যায্যমূল্যের দোকান থেকে সুলভ মূল্যে খাদ্যশস্য ও অন্যান্য নিত্যপ্রয়ােজনীয় সামগ্রী ভােক্তাদের মধ্যে সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, জনগণের সুবিধার্থে ভৌগােলিক অবস্থানের ভিত্তিতে নূ্যনতম ৪০০টি রেশন কার্ডের ভিত্তিতে পুনর্বিন্যাসের মাধ্যমে রাজ্যে আরও ৪০৮টি নতুন ন্যায্যমূল্যের দোকান খােলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে খােয়াই জেলায় ২৮টি নতুন ন্যায্যমূল্যের দোকান হবে। সাংবাদিক সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যােজনা, ডিজিটাইজড স্মার্ট রেশন কার্ড, মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিজ প্যাকেজ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।



সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, রাজ্যে শারীরিকভাবে অক্ষম বা ৬০ বছরের উর্ধে ১ বা ২ সদস্য বিশিষ্ট পরিবারের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে রাজ্যের প্রায় ৩৯ হাজার পরিবার উপকৃত হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে খােয়াই জেলা সহ রাজ্যের সর্বত্র পরিবার চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সাংবাদিক সম্মেলনের আগে খােয়াই জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক পর্যালােচনা সভায় সভাপতিত্ব করেন খাদ্য এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনােজ কান্তি দেব। পর্যালােচনা সভায় উপস্থিত ছিলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক প্রশান্ত দেববর্মা, জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সহঅধিকর্তা সুভাষ চন্দ্র দাস, খােয়াই জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক, খােয়াই মহকুমার মহকুমা শাসক প্রমুখ। পর্যালােচনা সভায় খাদ্য এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনােজ কান্তি দেব জনকল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরােপ করেন। সভায় ভারপ্রাপ্ত জেলাশাসক জানান, খােয়াই জেলায় ৪৩ হাজার ৬১৫টি রেশন কার্ড রয়েছে। মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজে জেলার ৬০ হাজার ১৪৬টি পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়েছে। সভায় খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা জানান, জেলায় শারীরিকভাবে অক্ষম বা ৬০ বছরের ঊর্ধে ১ বা ২ সদস্য বিশিষ্ট পরিবারের বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবার চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। সভায়। শিল্প ও বাণিজ্য দপ্তরের সহঅধিকর্তা সুভাষ চন্দ্র দাস জানান, খােয়াই জেলার ল্যান্ড কাস্টমস স্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে।



শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনােজ কান্তি দেব এদিন খােয়াই শিল্প কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.