Hare to Whatsapp
রাজ্যে এখন উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছেঃ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ৩, : রক্তের কোনও বিকল্প নেই। রক্তদান একটি মহৎ কাজ। আজ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আগরতলা, উত্তর ও দক্ষিণ অঞ্চলের আধিকারিক সংঘের উদ্যোগে মেলারমাঠস্থিত স্টেট ব্যাঙ্কের আগরতলা শাখায় এক রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, আজ সারা দেশে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২তম জনজয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে। জাতিসংঘ মহাত্মা গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। এটা ভারতবাসীর কাছে একটা গৌরবের বিষয়। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, রাজ্যে এখন উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। তবুও রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগানের সংখ্যা কম। একমাত্র রক্তদানের মধ্য দিয়েই এই সমস্যা দূর করা সম্ভব। রক্তদান শিবিরে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শিলচর মডিউলের ডিজিএম জিতেন্দ্র কান্ত ঠাকুর বলেন, রক্তদান ত্রিপুরা রাজ্যে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয়। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে ত্রিপুরা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে উঠবে। রাজ্যের স্টেট ব্যাঙ্কের উদ্যোগে যাতে আরও বেশি করে রক্তদান শিবিরের আয়োজন হয় তারজন্য উদ্যোগ নেয়া হবে অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আধিকারিক সংঘের আদল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তা উপস্থিত ছিলেন।