Hare to Whatsapp
শচীন দেববর্মণ রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে পৌছে দিয়েছিলেন ঃ উপমুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, অক্টোম্বর ২, : শচীন দেববর্মণ রাজ্যের গর্ব। তিনি এ রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে পৌছে দিয়েছিলেন। আজ চড়িলামস্থিত লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে বিশালগড় মহকুমা ভিত্তিক কুমার শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরা একটি মিশ্র সংস্কৃতির রাজ্য। অনেক আগে থেকেই এই রাজ্যে সঙ্গীত, নৃত্য, নৃত্য নাট্যের চর্চা ছিল। শচীন দেববর্মণ এই সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, আগামী প্রজন্ম যাতে শচীন দেববর্মণের মত মনিষীদের আরও বেশি করে মনে রাখতে পারে সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক কাকলি ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়িলাম রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি মনোরঞ্জন শীল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী কর দাস, সিপাহীজলা জিলা পরিষদের সদস্যা কাকলি দেব, চড়িলাম ব্লকের বিডিও জয়দীপ চক্রবর্তী, সমাজসেবী অমল দেবনাথ প্রমুখ।