Hare to Whatsapp
সরকারী আধিকারিকদের সম্পূর্ণ স্বাধীনতা প্রদানে বিশ্বাসী আমরা : মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২৬, : মুখ্যমন্ত্রী ২৫ সেপ্টেম্বর ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন- এর দ্বিবার্ষিক সম্মেলন কর্মসূচিতে অংশগ্রহণ করে বলেছেন তিনি ও তার সরকার অফিসারদের স্বাধীন ভাবে কাজ করতে ক্ষমতা দিয়েছেন। অনুষ্ঠানে সংগঠনের ওয়েবসাইট ও একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে ভাষন দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, জনকল্যানে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সফল বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরাকে সম্মুখ সমরে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে টিসিএস অফিসারদের। গতানুগতিক সিস্টেমের উর্দ্ধে উঠে অফিসারদের কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। তার মতে, জন কল্যানে কোন কাজে অজুহাত দেখানো চলবেনা। জন নিয়োজিত প্রাণ হয়ে স্বচ্ছ নিয়তের প্রতিফলন স্বরূপ, কর্মসম্পাদনে সঠিক নিয়ম নীতির দ্বারা জনকল্যাণে আরো বেশি করে অফিসারদের কাজ করতে আহ্বান জানিয়েছেন মখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা এফসিআই-এর মাধ্যমে সহায়ক মূল্যে ধান ক্রয়, যেখানেই সিস্টেমের নামে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সেখানেই ব্যতিক্রমি চিন্তাভাবনার দ্বারা সমাধানের স্থায়ী পথ বের করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। এতে সার্থকতাও এসেছে।
মুখ্যমন্ত্রী বলেন, টিসিএস অফিসার নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার স্বচ্ছ নিয়ম-নীতি চালু করেছেন। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকার কারণে বিগত দিনে অনেক প্রতিভাবানরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহী ছিলেন না। কিন্তু অতি সম্প্রতি যারা মেধার ভিত্তিতে নিজেদের প্রমাণ করতে পারছেন তারাই চাকুরী পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে আধিকারিকদের সম্পূর্ণ স্বাধীনতা প্রদানের বিশ্বাসী আমরা ।
ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৭ লক্ষ টাকা দান করা হয়েছে। টিসিএস অফিসারদের এই মহতি কর্মের জন্য মুখ্যমন্ত্রী তাদের কুর্নিশ জানান এবং রাজ্যবাসীর স্বার্থে কাজ করার জন্য তাঁদের প্রতি আহ্বান রাখেন।