Hare to Whatsapp
অরাজনৈতিক সংযুক্ত কিষান মোর্চাকে ভারত বনধের সমর্থনে মিছিলে বাধা অথচ বিজেপি-র জন্য সব কিছু করতে দিচ্ছে প্রশাসন: পবিত্র কর
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২৬, : ১৪৪ ধারা জারি করে রাজ্যের প্রশাসন ২৪ তারিখে সংযুক্ত কিষান মোর্চার বনধের সমর্থনে মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির ফলে সংযুক্ত মোর্চার মিছিল আজ হয়নি। কিন্তু প্রচার থেমে থাকে নি। আজ সম্পুর্ণ কোভিড বিধি ও ১৪৪ ধারার নিষেধাজ্ঞা মেনে সংযুক্ত কিষান মোর্চা আগরতলায় বনধের সমর্থনে লিফলেট বিলিসহ ব্যাপক প্রচার চালায়। আগরতলার সিটি সেন্টার সহ প্রায় সমস্ত বাজার এলাকায় এই প্রচারে মানুষের মধ্যে বনধের স্বপক্ষে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এই প্রচার আগামী ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর জানিয়েছেন । একই সাথে তিনি ক্ষোভের সাথে বলেন, ২৪ তারিখ প্রশাসন ১৪৪ ধারা জারি করে সংযুক্ত কিষান মোর্চার মিছিল আটকেছে। কিন্তু বিধায়ক রতন চক্রবর্তী বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হবার পর দুই থানা এলাকার ওপর দিয়ে আসাম আগরতলা রোড বন্ধ করে তাঁকে নিয়ে বিজেপি দল মিছিল করেছে পুলিশের সহায়তায়। পশ্চিম জেলার জেলা শাসকের চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে কোন রাজনৈতিক দলের সমাবেশ মিছিল হবে না। কারন তাদের আশঙ্কা এতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় সম্ভাবনা আছে।
পবিত্র কর বলেন যে, রাজনৈতিক দলের মিছিল মিটিং এর জন্য আইন শৃঙ্খলার অবনতি হওয়ার জেলা শাসকের তত্বের সাথে একমত নই। যদিও গত ৮ই সেপ্টেম্বর ক্ষমতাসীন দলের মিছিল থেকে সিপিএম পার্টি অফিস ও দুটি পত্রিকা অফিসে আক্রমণ সংগঠিত হয়েছে। পুলিশের সামনেই সেই ঘটনা ঘটে। নামধাম সহ এফ আই আর করা হলেও পুলিশ এখনও ব্যবস্থা নেয়নি । কিন্তু সংযুক্ত কিষান মোর্চা কোন রাজনৈতিক দল না হওয়া সত্বেও তাদের মিছিল বন্ধ করে দেওয়া হয়। অথচ একই দিনে বিজেপি দলের মিছিল ও সভার অনুমতি প্রশাসন দিয়েছে। পবিত্র কর একে প্রশাসনের পুরোপুরি স্বৈরাচারী মনোভাব বলে অভিহিত করেন।
বলেন, আমরা সরকারি নির্দেশ মেনেছি। বাকিটা আইন ও মানুষের ওপর ছেড়ে দিয়েছি। সাধারন মানুষ তার জবাব দেবেন ২৭ শে সেপ্টেম্বরের বনধ সফলের মাধ্যমে।