Hare to Whatsapp
প্রধানমন্ত্রীর ‘পূবে সক্রিয় হও’ নীতির সঠিক বাস্তবায়নের ফলে ত্রিপুরা এখন উন্নতির দিকে এগিয়ে চলেছে : কেন্দ্ৰীয় ইস্পাত মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ২৫ , : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পূবে সক্রিয় হও’ নীতির সঠিক বাস্তবায়নের ফলে ত্রিপুরা এখন উন্নতির দিকে এগিয়ে চলেছে৷ ত্রিপুরা কৃষি, যোগাযোগ, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, গ্রামীণ এবং শহরের জনগণের জন্য আবাসন নির্মাণের ক্ষেত্রে প্রভূত উন্নতি করছে। আজ আগরতলার পোলো টাওয়ার হোটেলের কনফারেন্স হলে ‘কাস্টমার আউটরিচ’ শীর্ষক এক আলোচনা সভায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং এই অভিমত ব্যক্ত করেন। সেইল এবং এনএসটিসি’র যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী বলেন, আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপিত হলে কলকাতার সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে। ত্রিপুরায় কয়েকটি জাতীয় সড়কের কাজও এগিয়ে চলছে। সাব্রুমের লজেস্টিক হাব নির্মাণের কাজ চলছে। মৈত্রী সেতুর মাধ্যমে চট্টগ্রামের সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সব মিলিয়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে হয়ে উঠবে। এই পরিকাঠামো উন্নয়নের কাজ রূপায়ণে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষ ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী সিং বলেন, ত্রিপুরার কৃষিজাত পণ্য কুইন আনারস, কাঠাল, আদা, হস্ততাত ও হস্তকারু শিল্পে উৎপাদিত পণ্য বিদেশের বাজারেও রপ্তানি করা হচ্ছে। ত্রিপুরায় উন্নতমানের রাবারের উৎপাদন হচ্ছে। এনএসটিসি’র মাধ্যমে ত্রিপুরায় উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত হলে আরও বেশী অর্থনৈতিক উন্নয়ন হবে ও কৃষকের আয় বাড়বে। সবাই মিলে ত্রিপুরার উন্নয়নে আরও বেশী অংশ গ্রহণে এগিয়ে আসতে মন্ত্রী শ্রী সিং আহ্বান জানান। তিনি বলেন, ত্রিপুরার স্বাস্থ্য কর্মীগণ ঘরে ঘরে গিয়ে সকলকে কোভিড ভ্যাকসিন প্রদান করছেন স্বাস্থ্য কর্মীরা। ভালো রাবারের উৎপাদন হচ্ছে। এনএসটিসি’র মাধ্যমে ত্রিপুরায় উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত হলে আরও বেশী অর্থনৈতিক উন্নয়ন হবে ও কৃষকের আয় বাড়বে। সবাই মিলে ত্রিপুরার উন্নয়নে আরও বেশী অংশ গ্রহণে এগিয়ে আসতে মন্ত্রী শ্রী সিং আহ্বান জানান। তিনি বলেন, ত্রিপুরার স্বাস্থ্য কর্মীগণ ঘরে ঘরে গিয়ে সকলকে কোভিড ভ্যাকসিন প্রদান করছেন। স্বাস্থ্য কর্মীরা ভালো কাজ করেছেন বলেই কোভিড ভ্যাকসিন প্রদানে ত্রিপুরাতে ৯৫ শতাংশ সাফল্য অর্জন করা সম্ভব
হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং স্বাস্থ্য কর্মীদের প্রশংসা করেন। উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, এই রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌছানোর কাজেও সাফল্য এসেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেইল ইন্ডিয়া-এর কার্যনির্বাহী অধিকর্তা মনীষ আগারওয়াল। তাছাড়াও আলোচনায় অংশ নেন সেইলের চেয়ারম্যান সোমা মন্ডল, এনএসটিসির সিএমডি এস কে গুপ্ত, ইস্পাত মন্ত্রকের জয়েন্ট সেক্টেরারি পুণিত কনসাল, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জেকে সিনহা প্রমুখ। অনুষ্ঠানে সেইল এবং এন এস টি সি’র বিভিন্ন কাজের উপর প্রতিবেদন তুলে ধরা হয়।