Hare to Whatsapp

উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন হাত দিয়ে উজ্জ্বলা যোজনার গ্যাস বিতরণ

By Our Correspondent

আগরতলা, সেপ্টেম্বর ২২, : চরিলাম এর বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন এর হাত দিয়ে গ্রাহকদের মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা র ফ্রী কানেকশন গ্যাস সিলিন্ডার চুলা পাইপ এবং রেগুলেটর বিতরণ করা হয়। বুধবার বেলা 1 ঘটিকায় দক্ষিণ চরিলাম চৌমুনী পাড়া স্থিত লক্ষীনারায়ন গ্যাস এজেন্সি। এই গ্যাস এজেন্সি টি হিন্দুস্থান পেট্রোলিয়াম এর। অন্য গ্যাস এজেন্সি গুলি থেকে এই গ্যাস এজেন্সি তে প্রতি সিলিন্ডার 100 টাকা কম এমনটাই জানিয়েছেন গ্যাস এজেন্সি এর কর্ণধার গীতা দেবনাথ। লক্ষীনারায়ন গ্যাস এজেন্সি তে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনা সাড়ে তিন হাজার আবেদনপত্র জমা পড়েছে। এরমধ্যে ৮০০ টি ফ্রী কানেকশন স্যামসাং হয়েছে। বুধবার দিন 100 জন গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনা র ফ্রি গ্যাস কানেকশন বিতরণ এবং সুরক্ষা সচেতনতা শিবির এর প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রাখি দাস কর চরিলাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার দেবনাথ দক্ষিণ চরিলাম গ্রামের প্রধান ঝুনু রানী দত্ত এবং গ্যাস এজেন্সি কর্ণধার। এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় জাতি উপজাতি অংশের মানুষ উপস্থিত ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন বিগত দিনে রাজনৈতিক নেতারা মা-বোনদের সশক্তিকরণ এর লক্ষ্যে শুধুমাত্র ভাষণ দিতেন। কার্যক্ষেত্রে কিছুই করতেন না। ভোট আসলে পর মা-বোনদের মিছিলে ডান্ডা এবং ঝান্ডা নিয়ে ঘুরাতেন। মোদি জি হলো দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি মা-বোনদের সশক্তিকরণ এর লক্ষ্যে বিভিন্ন স্কিম প্রতিনিয়ত ঘোষণা করে চলেছেন এবং রূপায়ণ করছেন। এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। মা বোনরা যাতে লাকড়ি দিয়ে রান্না করতে গিয়ে চোখে ধোয়া লাগে চোখ নষ্ট হয় সময় নষ্ট হয় সারা দিন চলে যায় রান্না-বান্না করতে। যার ফলে মা-বোনরা সংসার সামলাতে সামলাতে পুরোটা দিন চলে যায়। সংসারের কাজ করতে হয় সব সময়। সমাজের কাজ করতে পারে না। যদি মা-বোনদের উন্নতি না হয় তাহলে কোনদিন সমাজের উন্নতি হবে না তদুপরি চরিলাম এর উন্নতি হবে না। রাজ্যের সমস্ত পাইলট প্রজেক্ট চরিলাম থেকেই শুরু হয়। মহিলাদের নিয়ে সর্বপ্রথম রেগার কাজকর্ম পরিচালনার জন্য কর্মশালা শুরু হয়েছিল চরিলাম থেকেই। পুরুষরা যদি রাগের কাজ পরিচালনা করতে পারে তাহলে কেন মহিলারা পারবে না। অন্য রাজ্যের মহিলারা সেনাতে ভর্তি হয় দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তাহলে ত্রিপুরার মহিলারা পারবে না কেন? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশ এবং রাজ্যের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার সবকা সাথ সবকা বিকাশ এর লক্ষ্যে কাজ করে চলেছে। এখন পানীয় জল ঘর এবং উজ্জ্বলা বীমা যোজনা গ্যাস পেতে হলে পার্টি অফিসে যেতে হয় না ঝান্ডা এবং ডান্ডা নিয়ে মিছিল করতে হয়না। এই সরকার সবার জন্য। উপমুখ্যমন্ত্রী আরো বলেন যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা বীমা যোজনা কোন সমস্যা হয় তাহলে যাতে গ্যাসএজেন্সির মালিক উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। গ্যাস এজেন্সি মালিক আরো জানান এখনো যাদের গ্যাস নেই তারা যাতে রেশন কার্ড আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদনপত্র জমা দেন। এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.