Hare to Whatsapp
মন্ত্রিসভার বৈঠকে সমগ্র শিক্ষা অভিযানে নিযুক্ত টেট উত্তীর্ণদের নিয়মিত করার সিদ্ধান্ত
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২২, : সমগ্র শিক্ষা অভিযানে নিযুক্ত টেট উত্তীর্ণ ৪৫ জন শিক্ষকের নিয়মিত করার ক্ষেত্রে উচ্চ আদালতের রায়কেই যথাযথ মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই জন্য একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শেষে সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারের গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, সমগ্র শিক্ষা অভিযান অর্থাৎ সর্বশিক্ষায় মোট নিযুক্তিকৃত শিক্ষকের সংখ্যা ৫, ১৭৬ জন। এদের মধ্যে ৪৫ জন শিক্ষক টেট পাশ করেছেন। ৪,৫০২ জন শিক্ষক চাকুরিতে নিযুক্তি পাওয়ার পর ডি এল এড কোর্স সম্পন্ন করেছেন। ৫৭৫ জন শিক্ষক এখনও ডি এল এড কোর্স সম্পন্ন করতে পারেননি। এছাড়া ৫৪ জন মাধ্যমিক উত্তীর্ণ বা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশের কম নম্বর পেয়েছেন। রাজ্য সরকার উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টেট উত্তীর্ণ ৪৫ জন শিক্ষককে নিয়মিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি জানান, ৪,৫০২ জন শিক্ষক যারা টেট পাস করেনি অথচ ডি এল এড কোর্স করেছেন তাদের নিয়মিত শিক্ষকদের মতোই রেগুলার স্কেলে যে বেসিক দেওয়া হয় তা তাদের দেওয়া হবে। পাশাপাশি এই সকল শিক্ষকদের ইনক্রিমেন্টও দেওয়া হবে। এই সিদ্ধান্ত উচ্চ আদালতের রায়ের তারিখ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০২১ থেকে কার্যকর হবে। ৫৪ জন শিক্ষক যারা মাধ্যমিক উত্তীর্ণ বা উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণ বা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশের কম নম্বর তাদের এন আই ও এস-এর মাধ্যমে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বা ৫০ শতাংশ নম্বর পাওয়ার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া যারা ডি এল এড কোর্স করেনি তাদেরকে ডয়েটের মাধ্যমে ডি এল এড কোর্স করানাের ব্যবস্থা করা হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়ণে রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ২৭ কোটি ৯ লক্ষ টাকা ব্যয় হবে।