Hare to Whatsapp
২৭ সেপ্টেম্বর কিষান মোর্চার ভারত বন্ধ, ত্রিপুরাতে সফল করতে সি পি আই (এম) রাজ্য কমিটির সমর্থন ও জোর তৎপরতা
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২০, : ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির একটি সংক্ষিপ্ত অন-লাইন সভা থেকে জীতেন্দ্র চৌধুরীকে সিপিআইএম- এর অস্হায়ী রাজ্য সম্পাদক মনোনীত করা হয়েছে। সভার শুরুতে প্রয়াত রাজ্য সম্পাদক গৌতম দাশ, দুইজন বিশিষ্ট আইনজীবি অভিজিৎ ঘোষ ও নারায়ণ নাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় পার্টির রাজ্য সম্পাদক গৌতম দাশের প্রয়াণের পরিপ্রেক্ষিতে আসন্ন রাজ্য সম্মেলন পর্যন্ত রাজ্য সম্পাদকের দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে জীতেন্দ্র চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে।
সভা শেষে এক বিবৃতিতে, সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধকে রাজ্য কমিটি সমর্থন জানানো হয়েছে। রাজ্যে এই ধর্মঘট সফল করার লক্ষ্যে বামফ্রন্টের আহ্বানে আগামী ২১ শে সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক গণকনভেনশন অনুষ্ঠিত হবে। রাজ্য কমিটি এই গণকনভেনশন সফল করার আহ্বান জানিয়েছে। ১৫ দফা দাবীর ভিত্তিতে চলতি ব্লক ভিত্তিক ডেপুটেশন কর্মসূচী অব্যাহত রাখার জন্যও রাজ্য কমিটি আহ্বান জানিয়েছে।