Hare to Whatsapp
১০৩২৩, সর্বশিক্ষা, বারশত বিজ্ঞান শিক্ষক, জি আর এস, রুরাল প্রোগ্রাম ম্যানেজার সহ ১৮৫০০ সরকারী কর্মচারীর ভবিষ্যত আদালতে ঝুলছে
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২৬, : ১০৩২৩, সর্বশিক্ষায় ৫০০০ শিক্ষক, বারশ-র মতো বিজ্ঞান শিক্ষক, পাঁচ শতাধিক রুরাল প্রোগ্রাম ম্যানেজার, দেড় হাজারের মতো আর ডি দপ্তরের জি আর এস এর চাকুরীর ভবিষ্যত নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত হীনতায় সংশ্লিষ্ট মহলে ব্যপক ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকারের অধীনে কর্মরত প্রায় আঠারো হাজার পাঁচশ সরকারী কর্মচারী এই মুহুর্তে চাকুরীচুতির আশঙ্কায় ভুগছেন।
১০৩২৩ জন সরকারী শিক্ষকের সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আগামী ৩১শে মার্চ চাকুরী চলে যাবে। সর্ব শিক্ষার ৫০০০ শিক্ষকের চাকুরীতে ধারাবাহিকতা বজায় রাখার মামলাটি গতকাল হাইকোর্ট শুনানি শেষ করেছে। আগামী ১০ মার্চ এই মামলার চূড়ান্ত রায় বের হতে পারে।
দেড় হাজারের মত জি আর এস-এর চাকুরী মামলায় হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছেন তাদেরকে ছাঁটাই করে নয়া নিয়োগ করা যাবে না। ১২০০ বিজ্ঞান শিক্ষক ও ৫০০ শতাধিক রুরাল প্রোগ্রাম ম্যানেজারের মামলার চূড়ান্ত রায় এখনো বের হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য সরকার এসব সরকারী কর্মচারীদের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন। অর্থাৎ আদালতের রায় এসব সরকারী কর্মচারীদের পক্ষে না গেলে এসব সরকারী কর্মচারীদের চাকুরীচ্যুতি নিশ্চিত।
এর আগে ত্রিপুরা জাইকা প্রকল্পের প্রায় ছয় শতাধিক চুক্তিবদ্ধ সরকারি কর্মচারী চাকুরীচ্যুত হয়েছেন। জাইকা প্রকল্প নতুন করে চালু হলেও পুরানো কর্মচারীদের চাকুরীতে পুননিয়োগ করা হয় নি। একই রকম ভাবে শতাধিক চুক্তিবদ্ধ সরকারি কর্মচারী বন দপ্তরের ইন্দু-জার্মান প্রকল্প থেকেই ছাঁটাই হয়েছেন। এন এইচ এম সহ বেশ কিছু সরকারি দপ্তরের চুক্তিবদ্ধ সরকারি কর্মচারীরাও ছাঁটাইর আশঙ্কায় দুঃশ্চিন্তায় ভুগছেন।