Hare to Whatsapp
রোহিঙ্গা সন্দেহে ৪৬ জন কলকাতার উত্তর চব্বিশ পরগনা জেলার বাইদ্যা আটক করল পুটিয়া বিওপিক বিএসএফ
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১৭, : রোহিঙ্গার সন্দেহে আটক ৪৬ জন কলকাতার উত্তর ২৪ পরগনা জেলার বাইদ্যা গুষ্টি, ঘটনার বিবরণে জানা যায় বুধবার দুপুরবেলা কলকাতা থেকে একদল বাইদ্যা ত্রিপুরার সোনামুড়া মহাকুমা বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত পুটিয়া বাইদ্যাবস্তিতে আনোয়ার হোসেন নামে এক বাইদার হাত ধরে আসে, একসাথে এতগুলো বাইদ্যা বস্তিতে আশায় এলাকার কোন সোর্স বিএসএফের কাছে খবর পৌঁছে,ও দিন রাতে আনুমানিক 3 ঘটিকার সময় পুটিয়ার বিওপি'র জওয়ানরা গিয়ে ৪৬ জন ভারতীয় নাগরিককে রোহিঙ্গা সন্দেহে বিওপিতে আটক করে নিয়ে আসে,৪৬ জন বাইদ্যার মধ্যে ৩০ জন পুরুষ ১০ জন মহিলা সহ ৬ জন শিশু ও ছিল,রাতভর বিএসএফের উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষরা সন্দেহভাজন ৪৬ জন বাইদ্যা নাগরিকদের বিভিন্ন ডকুমেন্ট খতিয়ে দেখেন,পরবর্তী সময়ে তাদের কাছ থেকে অবৈধ কোন নথিপত্র মেলেনি, মেলানিক বহুদেশের কোন নথিপত্র তাদের কাছ থেকে ভারতীয় আইডেন্টিটি কার্ড সহ আধার কার্ড ভারতীয় মুদ্রা পাওয়া যায়,এসব প্রমাণ তথ্য পেয়ে বিএসএফের কর্তৃপক্ষ তাদের খাওয়া-দাওয়া শেষে সম্মান বস্তিতে ছেড়ে দেন, তারা বর্তমানে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়াটার বাইদ্যা বস্তিতে অবস্থান করছেন,তাদের সর্দার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি তার পরিচালনায় এই বস্তি চলে,জানা গেছে তিনি পুটিয়া বাইদ্যা বস্তিতে ৫ থেকে ৬টি পরিবার সরকারি সহযোগিতা পান,কারণ তাদের কাছে অর্জিন্যাল কাগজপত্র হয়েছে,তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা যেখানে স্থান পায় ওইখানেই রাত কাটায়,উত্তর ২৪ পরগনা থেকে আগত বাইদ্যাদের ব্যবসা হল মেজিক দেখিয়ে কিংবা তাবিজ বিক্রি করে পয়সা রোজগার করা,তাই তারা দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াই এবং এই ব্যবসা চালান