Share Whatsapp

তথ্য প্রযুক্তির নয়া বিষয় গুলির উপর টেকনো ইন্ডিয়া কলেজ ও রোটারী ক্লাবের আলোচনাচক্র ও সেমিনার 18 সেপ্টেমর রবীন্দ্র ভবনে

By Our Correspondent

আগরতলা, সেপ্টেম্বর ১৭, : আগামী 18ই সেপ্টেম্বর 2021, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার উদ্যোগে, এবং ত্রিপুরার রোটারি ক্লাব অব আগরতলার সহযোগিতায় এক অভিনব শিক্ষা সম্মান সমারোহ 2021 অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নং 01-এ। দুপুর 2টো থেকে শুরু উক্ত অনুষ্ঠানে শিক্ষক এবং টিবিএসই-র মেধাবী ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হবে।



অনুষ্ঠানটি তিনটি প্রধান পর্বে বিভক্ত। অনুষ্ঠান শুরু হবে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী শ্রী রতন লাল নাথের দ্বারা টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলার ডিপ্লোমা লেভেল প্রোগ্রামের উদ্বোধনের মাধ্যমে। সম্মানিত অতিথি পদে বক্তব্য রাখবেন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, অধ্যাপক অলক ভট্টাচার্য, পরিচালক (আই/সি) কলেজ উন্নয়ন পরিষদ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, এবং ত্রিপুরা রাজ্য উচ্চ শিক্ষা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক অরুণোদয় সাহা। টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন, মিসেস মানসী রায় চৌধুরী অধিবেশনে অনলাইনে বক্তব্য রাখবেন।



এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শ্রী কুনাল গাঙ্গুলি, পরিচালক, টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ডাঃ কিসোর রায়, মহাপরিচালক, টেকনো ইন্ডিয়া গ্রুপ।



এরপর, দ্বিতীয় পর্ব শুরু হবে শিক্ষা সম্মান সমারোহ এবং ছাত্রদের সংবর্ধনা দিয়ে। ত্রিপুরার বর্তমান শিক্ষাবর্ষে টিবিএসই পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্হানাধীকারীদের সম্মাননা প্রদান করা হবে। অধ্যাপক স্বপন ভৌমিক, সভাপতি, রোটারি ক্লাব অব আগরতলা, মিসেস রত্না মজুমদার, সভাপতি, রোটারি ক্লাব আগরতলা এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তাদের মূল্যবান অন্তর্দৃষ্টি বক্তব্য রাখবেন। তারপর ত্রিপুরার বিভিন্ন জেলার বিভিন্ন স্কুল - কলেজের শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে মূল্যবান অবদানের জন্য সম্মাননা জানানো হবে।



কর্মসূচির তৃতীয় পর্বে হবে উদীয়মান প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার বর্তমান পরিস্থিতিতে এর গুরুত্বের উপর ভিত্তি করে একটি প্রযুক্তিগত সম্মেলন “উদয়ন

২.০”। মঞ্চ থেকে এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের সাথে TCEA-র একটি অত্যাধুনিক অনলাইন লাইভ সেমিনার হবে। বিশিষ্ট বক্তাদের মধ্যে থাকছেন ডাঃ সৌমিক দাস, সহযোগী অধ্যাপক, টেকনো মেইন সল্টলেক, ডাঃ দিপ্তেন্দু ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, এনআইটি আগরতলা, শ্রী নুরুল মোহাম্মদ জায়েদ, সহকারী অধ্যাপক, Business Administration বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা বাংলাদেশ, শ্রী মেঘদূত রায় চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক, মিসেস পলিন লারাভোয়ার, টেকনো ইন্ডিয়া গ্রুপের Sustainability পরিচালক, ডাঃ ইন্দ্রনাথ চ্যাটার্জী, অধ্যাপক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, টংমিয়ং বিশ্ববিদ্যালয়, বুসান, দক্ষিণ কোরিয়া, শ্রী অভিজিৎ দত্ত, সিনিয়র আর্কিটেক্ট, নভিদিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ডাঃ. অনিতা সিং মাথারু, সিইও এবং এমডি, আইপিসিসি ইন্ডিয়া, বেঙ্গালুরু, ডাঃ কিশোর রায়, মহাপরিচালক, টেকনো ইন্ডিয়া গ্রুপ।



অধিবেশনে উদীয়মান প্রযুক্তিগুলিকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা এবং এটি কীভাবে প্রযুক্তি এবং উদ্ভাবনের ভবিষ্যতকে রূপ দিতে চলেছে সে বিষয়ে আলোচনা করা হবে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.