Hare to Whatsapp
বর্তমান সরকার সংবাদপত্র ও সাংবাদিক বান্ধবঃ সুশান্ত চৌধুরী
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ১২, : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চেীধুরী সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সন্মেলনের উদ্বোধন করে বলেন, সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা হল একটি মহৎ পেশা। সততায় যাতে চির না ধরে যায় সেই দিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের কাজ করতে হবে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন এতে সমাজ, রাজ্য ও দেশ উপকৃত হবে।
প্রদীপ জ্বেলে এই সম্মেলনের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার সাংবাদিক ও সংবাদপত্রের উন্নয়নে আন্তরিক। তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ১০ হাজার টাকা করে সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হয়েছে। যদিও প্রাপকের সংখ্যা এখন কম। আগামীদিনে এই সংখ্যাটা বাড়ানোর জন্য উদ্যোগ নিতে দপ্তরকে বলা হয়েছে। তিনি বলেন, ২-৩ মাস অন্তর অন্তর সাংবাদিকদের নিয়ে দপ্তরের পক্ষ থেকে বৈঠক করা হবে। বাইরে থেকে গেস্ট লেকচারার বা রিসোর্সপার্সন এনে রাজ্যের সাংবাদিকদের জার্নালিজম বা মাস কমিউনিকেশনে কিভাবে আরও অভিজ্ঞ করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গঠনমূলক সমালোচনা করুন। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা আমাদের অধিকার। কিন্তু আজও বিভিন্ন পত্র-পত্রিকায় কাল্পনিক খবর বের হয়। যা কাম্য নয়। অথচ সত্য খবর সমাদৃত হয়, জনমত গঠন করে। তিনি বলেন, সাংবাদিকদের অনেক দাবী বা চাহিদা রয়েছে। সরকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে আন্তরিক। সেই লক্ষ্যে ইতিমধ্যে নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। মালিকপক্ষকেও সাংবাদিকদের দাবীদাওয়ার বিষয়ে আরও বেশী করে ভাবতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সরকারের প্রতি বিশ্বাস, ধৈর্য ও আস্থা রাখুন। শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকান্ডের তদন্তের বিষয়টি সি বি আই-র হাতে দেওয়া হয়েছে। এই সরকার সাংবাদিক ও সংবাদপত্র বান্ধব সরকার। তাদের কল্যাণে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ অতিথির ভাষণে ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়ার্কিং জার্নালিষ্টস-এর মহাসচিব পরমানন্দ পান্ডে বলেন, আপনাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৯৫৫ সালে দেশে ওয়াকিং জার্নালিষ্ট আর চাল হয়েছিল। আজও এই অ্যাক্ট চালু রয়েছে। সাংবাদিকদের কল্যাণে ইন্ডিয়ান ফেডারেশন অব ওযাকিং জার্নালিষ্ট সংস্থা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সম্মেলনে মহকুমা ও জেলা থেকে বহু সাংবাদিক অংশ নেন।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক দেবাশিস মজুমদার। সভাপতিত্ব করেন পর ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর দেবনাথ।