Hare to Whatsapp
ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে : যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ৬, : রাজ্যে ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। এজন্য ফুটবল মাঠের উন্নয়নের পাশাপাশি প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তুলে আনতে সরকার গুরুত্ব দিয়েছে। আজ ধলাই জেলার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সোনালি ট্রফি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেট খেলা খুবই জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তার দিক থেকে ফুটবল খেলাও পিছিয়ে নেই। রাজ্যে ফুটবলের পরিকাঠামো উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। আগামীদিনে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তুলে আনতে উন্নত কোচিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোনালি সংঘ আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় প্রথমদিনে নবগ্রাম ফুটবল দল ও সুদর্শন ফাউন্ডেশন পরস্পরের মুখোমুখি হয়। খেলা শুরুর আগে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও তাদের সাথে কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী আশা প্রকাশ করেন, জাতীয়স্তরের ফুটবল প্রতিযোগিতায় আগামীদিনে ত্রিপুরা আমাদের গর্বিত করতে পারবে। তিনি বলেন, খেলার মাঠের মধ্য দিয়ে আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব গড়ে উঠে। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের দেহ, মন ও শরীরও সুন্দরভাবে গড়ে উঠে।
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী আরও বলেন, খেলাধুলার উন্নয়নে বিদ্যালয়স্তর থেকেই গুরুত্ব দিতে হবে। এজন্য শারীর শিক্ষকদের অগ্রণী ভূমিকা নেওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘােষ, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দেববর্মা, দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, আমবাসা মহকুমার মহকুমা শাসক বৈষ্ণবী বি এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপঅধিকর্তা পাইমং মগ। প্রতিযোগিতার প্রথম ম্যাচে নবগ্রাম ফুটবল দল টাইব্রেকারে ৮-৭ গোলে সুদর্শন ফাউন্ডেশনকে পরাজিত করে।