Hare to Whatsapp
চিফ মিনিষ্টার্স অ্যানুয়েল অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স কর্মসূচিতে ২৭০জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ৫, : শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিদ্যালয় শিক্ষা দপ্তর ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে চিফ মিনিষ্টার্স অ্যানুয়েল অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স চালু করেছে। গত তিন বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ২৭০জন ছাত্রছাত্রীকে বিভিন্ন বিভাগে এই পুরষ্কার প্রদান করা হয়। ২০১৮ সালে ৮৪ জন, ২০১৯ সালে ৯১ জন এবং ২০২০ সালে ৯৫ জন ছাত্রছাত্রী এই পুরস্কার পেয়েছেন। পুরষ্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার স্বরূপ একটি করে অ্যাপেল-এর আইপ্যাড এবং শংসাপত্র দেওয়া হয়। তাছাড়া ত্রিপুরা পুলিশ এবং টি এস আর কর্মীর সন্তানদের মধ্য থেকেও ২০২০ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ১১ জন ছাত্রছাত্রীকে চিফ মিনিষ্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।