Hare to Whatsapp
৬ সেপ্টেম্বর থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী হেলপলাইন-১৯০৫ চালু হচ্ছে
By Our Correspondent
আগরতলা, সেপ্টেম্বর ২, : মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং নাগরিকদের মধ্যে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যে ত্রিপুরা সরকারের আই টি দপ্তর ‘মুখ্যমন্ত্রী হেলপলাইন-১৯০৫’ চালু করেছে। আপাতত ধলাই জেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি চালু হয়েছে ১৫ আগস্ট, ২০২১ থেকে। ধলাই জেলার সফল বাস্তবায়নের নিরীখে এটি এখন সারা রাজ্যে ৬ সেপ্টেম্বর, ২০২১ থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় এই পরিষেবার উদ্বোধন করবেন। তথ্য প্রযুক্তি অধিকারের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছে।