Share Whatsapp

শিশু ও কিশোরদের সুন্ধান্ত্ের লক্ষ্যে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, সেপ্টেম্বর ১, : রাজ্যে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শিশু ও কিশোরদের সুস্বাস্থ্যের লক্ষ্যে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত “সুস্থ শৈশব-সুস্থ কৈশোর” অভিযানের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সুচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের ১৩ লক্ষ শিশু ও কিশোর কিশোরীদের ১৫ দিনব্যাপী বিশেষ অভিযানের আওতায় এনে এই বয়ঃসীমার বিভিন্ন রোগ থেকে সুরক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ এরমধ্যে রয়েছে কৃমিনাশক কর্মসুচি, ভিটামিন-এ পরিপূরক কর্মসূচি আয়রন ফলিক আ্যাসিড পরিপূরক কর্মসূচি ও তীব্রতর ডায়ারিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি। আশা, অজনওয়াড়ি, এমপিডরিউ ও এএনএম কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে শিশু ও কিশোরদের প্রয়োজনীয় ্ষধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ দেবেন। সকলের জন্য স্বাস্থ্য সুনিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শিক্ষা দপ্তর ও সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সহযোগিতায় এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা যত্রে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য নবপ্রজন্মের রোগমুক্ত সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করা। আজকের শিশুরাই আগামীদিনের চালিকাশক্তি। একজন ছাত্রের উচ্চশিক্ষার ভিত যেমন প্রাথমিক স্তর থেকে নির্মিত হয় তেমনি শিশুদের ভবিষ্যৎ সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই শৈশব এবং কৈশোরকে কেন্দ্র করে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সুস্বাস্থের অন্যতম শর্ত পরিশ্রুত পানীয়জল পান করা। এই লক্ষ্যেই ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি বাডিতে পরিশ্রুত পানীয়জল পৌছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের সহায়তায় রাজ্যের সমন্ত ক্ষেত্রেই উন্নয়নের নিরিখে সফলতা এসেছে। তিনি বলেন, রাজ্যের মূল ব্যক্তি কাজ করলেই সমস্ত ব্যক্তিদের কাজের মানসিকতা তৈরি হয়। বিগত দিনের সঙ্গে তুলনা টানলে পরিসংখ্যানগত দিক থেকে তা সহজে অনুমেয়। কিন্তু বিগত দিনে এর ঘাটতি

ছিলো। বর্তমানে রাজ্যে তৈরি হয়েছে কর্মসংস্কৃতি ও কাজের মানসিকতা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নতিকরণ, হেলথ ত্যান্ড ওয়েলনেস সেন্টারে রূপান্তর, ই-পরিষেবা সহ বিভিন্ন ভাবে স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের বিকেন্দ্রীকরণের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পৌছে দেওয়ার লক্ষ্যে রাজ্যব্যাপী কাজ চলছে। বর্তমানে সঠিক ব্যবস্থাপনার ফলে আযুন্মান ভারত সহ জনকল্যাণে বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন হচ্ছে রাজ্যে। স্বাস্থ্য পরিষেবায় উন্নতির ফলে একদিকে যেমন কমেছে বহিরাজ্যে রেফারের সংখ্যা তেমনি বহু জটিল অস্ত্রোপচার হচ্ছে রাজ্যে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও সঠিক যার ফলশ্রুতিতে ছাত্রীদের স্কুলমুখী হওয়ার সংখ্যা ক্রমেই উর্ধমুখি। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি রোজগার তৈরির ক্ষেত্রে বিশেষ করে মহিলা ক্ষমতায়নে রাজ্যের সহায়ক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। রাজ্যের অর্থনীতির বুনিয়াদ কে শক্তিশালী করে মহিলাদের অংশীদারিত্ব বাড়াতে তাদের আত্মনির্ভর করার উপর জোর দিয়েছে সরকার।



অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব কুমার এলাকা বলেন, আজাদী কা অমৃত মহৎউৎসব মূল ভাবনা হউক রোগ থেকে আজাদি। ভবিৎষতে সুস্থ্য ত্রিপুরা নির্ম্মানের লক্ষ্যে রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ্য কৈশোর অভিযানের উদ্যেগ নেওয়া হয়েছে। এই পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে যদি তাদের অভ্যস্থ করে তোলা যায় তাহলেই এর সুফল মিলবে। একটা সময়ে গোটা দেশে স্বছতা সম্পকে সচেতনার ঘাটতি ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে সদ্যোজাত শিশু থেকে শুরু করে তাদের ছাত্র জীবন পর্যন্ত বিভিন্ন সুযোগ এবং পরিষেবা পৌঁছে দেওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন শিশুদের সুস্থতা এবং তাদের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে।সেসব এবং কৈশোর এই উদ্যেগ গ্রহণ করা হয়েছে যাতে আজকের শিশুরা আগামীদিনে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। এই কর্মসূচি রূপায়নের কাজ শিশুদের মধ্যে আরোপ করেন মুখ্যসচিব। রাজ্যবাপী এই কর্মসূচিকে মিশন মুড়ে করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।



অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব যে কে সিনহা বলেন, যে বিষয়গুলিকে সামনে রেখে আজাদি কা অমৃত মহৎউৎসব দেশব্যাপি উদযাপিত হচ্ছে তারমধ্যে অন্যতম স্বাস্থ্য সুরাখ্যার লখ্যে উন্নতা পরিষেবা প্রদানে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। স্বাস্থ্য পরিষেবাকে শহরমুখী করার বদলে এর বিকেন্দ্রীকরণের মাধ্যমে সবার কাছে এর সুযোগ দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। কৃমি ভিটামিন এর অভাব , শৈশব ডায়রিয়া, আয়রন ও ফলিক অ্যাসিডের অভাবে শিশুর পুষ্টি গ্রহণে ও রক্তাল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষার লক্ষেই এই উদ্যেগ। অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্তিথ ছিলেন স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাক্তার সুভাশিষ দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকার অধিকর্তা ডাক্তার রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকরা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল প্রমুখ। এদিনের অনুষ্ঠানের বেশ কয়েকজন সিহুকে উল্লেখিত রোগ প্রতিরোধের ঔষুধ খাইয়ে দেন মূখমন্রী।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.