Hare to Whatsapp
পাচ বিধায়কের উপস্হিতিতে সংস্কারবাদীদের বৈঠক, দল দ্রুত সিদ্ধান্ত না নিলে ত্রিপুরাবাসীর স্বার্থে সমর্থকরাই যা করার করবে: সুদীপ বর্মন
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ২৯, : আজ রাজধানীর তুলসীবতী স্কুলে পাচ সংস্কারবাদী বিজেপি বিধায়কের উপস্হিতিতে রাজ্য বিজেপিকে বাচাতে একটি বিশেষ কর্মী সভা অনুষ্টিত হয়েছে। সব বিধানসভা থেকে পাচ সাত জন করে নেতা কর্মীদের এতে আমন্ত্রন জানানো হয়। সভায় মূলত মাঠ পর্যায়ের কর্মীদের মতামত জানার চেস্টা হয়। একজন বক্তাও বলেননি ত্রিপুরায় দল ও সরকার ভালো কাজ করছে। ১৮ জন বক্তব্য রাখেন। সবাই দল ও সরকার পরিচালনায় আমূল পরিবর্তনের কথাই বলেন। অন্যথায় বিজেপি কর্মীদের মধ্যে তৃনমূল মুখী হওয়ার প্রবনতা কমানো যাবেনা বলে তারা অভিমত দেন।
সভায় সুদীপ রায় বর্মণ, আশিষ সাহা,আশিষ দাস , দিবা চন্দ্র রাংখল ও বুর্ব মোহন ত্রিপুরা এই পাঁচ বিধায়ক সহ বিজেপির প্রাক্তন সভাপতি রনজয় দেব বক্তব্য রাখেন। বিজেপি-র প্রায় দুই হাজার লোক এতে উপস্হিত ছিলেন।
জানাগেছে, সংস্কাবাদীদের নিয়ে ডাকা এই বৈঠকে বিজেপি-র বিক্ষুব্ধদের পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য মূলত একত্রিত হন। কর্মীদের বক্তব্য হল, উপস্থিত নেতৃত্ব অচিরেই যেন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
সভায় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দলের কর্মীরা ফাসট্রেটেড হয়ে গেছে। তাদের কথা শুনতেই এই সভা ডাকা হয়েছে। সভায় যেসব পয়েন্ট উঠে আসবে সেগুলি হাই কমান্ডকে জানানো হবে। প্রকৃত পক্ষে মিডিয়ার সামনে না বললেও তৃণমূলে যোগদান এর জন্যই যে আজকের এই সভা তা কিন্তু স্পষ্ট হয়ে যায় নেতা কর্মীদের কথা বার্তায়।