Hare to Whatsapp
বিজেপি ভয় পেয়ে গেছে, মুজিবর সহ দুই কর্মীর উপর হামলার প্রতিবাদ করে বিজেপিকে এসব না করতে ফের সতর্ক করলো তৃণমূল নেতৃত্ব
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ২৮, : শনিবার তৃণমূল কংগ্ৰেসের নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, আজ আগরতলায় তৃণমূলের মিছিল দেখে বিজেপি ভয় পেয়ে গেছে। তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই বাধারঘাটে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের নেতা মুজিবর ইসলাম মজুমদারের বাড়িতে এক যোগদান সভায় আক্রমণ চালায় বিজেপি। তাতে মুজিবর ইসলাম সহ অন্য এক কর্মী গুরুতর আহত হয়। তাদের চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুভঙ্কর দেবনাথকে কলকাতায় নিয়ে যেতে হয়েছে।
পাশাপাশি তৃনমূলের অভিযোগ, বিজেপির গুন্ডাবাহিনী পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে গোটা রাজ্যে তান্ডব চালাচ্ছে। তাদেরকে গাড়ী, হোটেল ভাড়া না দিতে মালিকদের হুমকী দেওয়া হচ্ছে। সমর্থকদের উপর প্রতিদিন আক্রমন হচ্ছে। কিন্তু তার পর ও ত্রিপুরায় তৃনমূলকে আটকাতে পারছেনা বিজেপি। 2023 এ ক্ষমতা দখল পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে বলে আজ সাংবাদিক জানান তৃনমূল নেতৃত্ব।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ সান্তনু সেন, তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, রাজ্য নেতা সুবল ভৌমিক, আশিষ লাল সিংহ সহ আরো অনেকে।