Hare to Whatsapp
সুস্থ দেহ গড়ার অন্যতম শর্ত হচ্ছে শরীরচর্চা: মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ২৫ , : সুস্থ দেহ গড়ার অন্যতম শর্ত হচ্ছে শরীরচর্চা। তাই শরীরচর্চার সুযােগ তৈরীর লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওপেন জিম স্থাপন করছে সরকার। ২৪ আগস্ট বিলােনীয়া বিকেআই স্কুল প্রাঙ্গণে আউটডাের ওপেন ফিটনেস জিমের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ দেহ মনকে সুস্থ রাখো এই কোভিড অতিমারী পরিস্থিতির মধ্যেও শরীরচর্চা ও ব্যায়ামের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্রছাত্রী, যুবক-যুবতী বিশেষ করে প্রবীণরাও এখানে শরীরচর্চা করার মাধ্যমে শরীর সুস্থ রাখার সুযােগ পাবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের অর্থানুকুল্যে এই ওপেন জিম নির্মাণে ব্যয় হয়েছে ১০ লক্ষ ৪৭ হাজার ৩৩৪ টাকা। এতে রয়েছে ১৮টি অ্যাপারেটাস। এই জিম স্থাপনের দায়িত্বে ছিল বিলােনীয়া পুর পরিষদ। সুস্বাস্থ্য গড়ার লক্ষ্যে সমস্ত জেলাতেই এই ধরণের জিম স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জিম ও বিকেআই স্কুল প্রাঙ্গণে অবস্থিত ইনডাের হলটি ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক অরুণ ভৌমিক, বিধায়ক শংকর রায়, বিধায়ক প্রমােদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা প্রমুখ।