Hare to Whatsapp
বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলাদের স্বনির্ভর করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে: উপমুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ১৮, : রাজ্যের গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তােলার উদ্যোগ নিয়েছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তােলার উপর গুরুত্ব আরােপ করা হয়েছে। এর ফলে গ্রামীণ অর্থনীতির বিকাশে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন। আজ সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকের ছেসরিমাই গ্রাম পঞ্চায়েতে মহিলা প্রযুক্তি পার্কের অধীনে ওয়াটার ফিল্টার তৈরি এবং গাছের পাতার কাপ ও বায়াে প্লেট তৈরির ইউনিটের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষু দেববর্মা একথা বলেন। ভারত সরকারের ওয়াটার টেকনােলজি ইনিসিয়েটিভের পৃষ্টপােষকতায় ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনােলজির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়ােজন করা হয়। ছেসরিমাই গ্রাম পঞ্চায়েতে ওমেন টেকনােলজি পার্কের অধীনে এই দুটি ইউনিট গড়ে তুলতে ব্যয় হয়েছে ১ কোটি ৫২ লক্ষ টাকা।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ এলাকার মহিলারা যাতে স্বরােজগারী হয়ে উঠতে পারেন সেই লক্ষ্যেই এই
কর্মসূচি রূপায়িত হচ্ছে। রাজ্য সরকারের লক্ষ্য গ্রামীণ এলাকায় এধরণের ইউনিটের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করে রােজগারের পথ সুগম করা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছেসরিমাই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দেবনাথ ও সমাজসেবী রাজকুমার দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনােলজির সদস্য উপসচিব বাবুল চক্রবর্তী। সভাপতিত্ব করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অতিরিক্ত সচিব অনিমেষ দাস।