Hare to Whatsapp
ঝড়ো ছাত্র বিক্ষোভের মুখে টিবিএসই প্রায় "99% ছাত্রদের পাশ' ঘোষণা করতে বাধ্য হলো
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ১৭, : ফের ফলাফল পর্যালোচনার পর ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা বোর্ড (TBSE) আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যেসব ছাত্র ছাত্রী প্রি বোর্ড পরীক্ষায় বসেছে এমন 99% এর বেশি শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে ঘোষনা দিয়েছেন। পর্ষদ সভাপতি ভবতোষ সাহা আজ নিজে মিডিয়াকে ডেকে এই ঘোষনা দেন। তিনি জানান, যারা স্কুলের পরীক্ষায় বসেনি তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভবতোষ সাহার ঘোষণা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রায় 99% পাশ করেছে।
আজ সকালে এই ঘোষণার পর ওনাকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন এন এস ইউ আই সহ-সভাপতি সম্রাট রায়। সব ছাত্রদের পাশের দাবীতে আন্দোলন করতে গিয়ে পুলিশের আঘাতে তার মাথাও ফেটেছে। তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয় টানা চার দিন।