Hare to Whatsapp
বিশালগড় গ্যাস বটলিং সেন্টারে কর্মচূত শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার দাবিতে বিক্ষোভ ধর্নায় বসলো
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ১৭, : মঙ্গলবার সকাল থেকে বিশালগড় গ্যাস বটেলিং অফিসের সামনে চাকুরীচূত শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার জন্য বিক্ষোভ ও ধর্না আন্দোলন শুরু করেছে।
জানাগেছে, দীর্ঘ চার বছর যাবৎ 60 জন শ্রমিক বিশালগড় গ্যাস বটলিং অফিসে কাজ করে সংসার প্রতিপালন করে আসছিল। কিন্তু বিশালগড় গ্যাস বটলিং অফিস থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। কিন্তু গ্যাস বটলিং অফিসের কর্তৃপক্ষ বিশালগড়ের 60 জন শ্রমিককে হঠাৎ কিছু না বলে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। তাই শ্রমিকরা আজ দ্বিতীয় দিন সকাল থেকে অফিসের সামনে বসে চাকুরী ফিরে পাবার জন্য আন্দোলন শুরু করেছে। কিন্তু গতকাল বিকেল বেলা আন্দোলন করার পর অফিস কর্তৃপক্ষ থেকে কোন উত্তর না পাওয়ায় শ্রমিকরা আজ সকাল থেকে ফের বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এবং শ্রমিকদের দাবি তাদের পুনরায় চাকুরী ফিরিয়ে দিতে হবে। নয়তো তারা বৃহত্তর আন্দোলন যাবে বলে হুশিয়ারি দেন।