Hare to Whatsapp
যতই আন্দোলন হোক ফেল ছাত্রদের বিনা পরীক্ষায় পাশ ঘোষনা করা হবেনা, বিজ্ঞপ্তি জারী করলো পর্ষদ
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ১৬, : ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এক জরুরী বিজ্ঞপ্তিতে আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে ফেল ঘোষিত ছাত্রদের বিনা পরীক্ষায় পাশ ঘোষনা করবেনা পর্ষদ। পর্ষদ অনুমােদিত সকল বিদ্যালয় প্রধানদের জানানাে হয়েছে যে :
(১) ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নথিভুক্ত পরীক্ষার্থীদের মধ্যে যাদের মার্কশিট ও সাটিফিকেট আগে দেওয়া হয়নি, তাদের মার্কশিট ও সার্টিফিকেট আগামী ১৮ই আগষ্ট, ২০২১ তারিখে পর্ষদ অফিস থেকে সংগ্রহ করবেন।
(২) যে সমস্ত ছাত্রছাত্রী ২০২১ সালের উচ্চমাধ্যমিক Practical পরীক্ষায় অনুপস্থিত ছিল তাদেরকে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে পুনরায় Practical পরীক্ষা দিতে হবে। এর জন্য তাদের অতি শীঘ্রই বিদ্যালয়ে যােগাযােগ করতে হবে।
(৩) যে সমস্ত ছাত্রছাত্রী পর্ষদ কর্তৃক প্রকাশিত ২০২১ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নয়, তারা ২৩ আগষ্ট, ২০২১ তারিখের মধ্যে নির্দিষ্ট Form-এ(tbse.tripura.gov.in website-এ প্রাপ্ত) উক্ত পরীক্ষায় পুনরায় বসার জন্য আবেদনপত্র নিজ নিজ
বিদ্যালয়ে জমা দেবে। বিদ্যালয় কর্তৃপক্ষ পুরন করা আবেদনপত্র ২৫ আগষ্ট, ২০২১ তারিখের মধ্যে পর্ষদ অফিসে জমা দেবেন। Improverment Test ও Equivalence পরীক্ষার্থীদের নতুন করে আবেদন করতে হবে না। পরীক্ষার বিস্তারিত সূচী অবিলম্বে জানিয়ে দেওয়া হবে।
(৪) ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় Mathematics (Basic/Standard) নিয়ে পাশ করা ছাত্রছাত্রীগণ একাদশ শ্রেণিতে Mathematics নিয়ে পড়তে পারবে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমােদন নিয়ে। অবশ্য তা শুধুমাত্র বর্তমান২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য প্রযােজ্য।