Hare to Whatsapp
বিজেপি শাসনে ত্রিপুরায় একের পর এক মিডিয়ার উপর হামলা, টিভি চ্যানেল বন্ধে ফের তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করলো এসেম্বলী অব জার্নালিস্ট
By Our Correspondent
আগরতলা, আগষ্ট ৯, : একের পর এক স্থানীয় নিউজ চ্যানেল বন্ধ করার ঘটনায় আজ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরার সাংবাদমাধ্যমের সর্ববৃহৎ ঐক্যমঞ্চ অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস্। গত তিন বছরে এরাজ্যে এপর্যন্ত পাঁচটি নিউজ চ্যানেল বন্ধ হয়েছে। এক্ষেত্রে, ক্যাবল সার্ভিস অপারেটরকে বিশেষ একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে সরকারের নাম ব্যবহার করে এসব কাজ চালিয়ে যাচ্ছে। সম্পূর্ন অগণতান্ত্রিকভাবে, সরকার বা শাসকদলের পক্ষে অস্বস্থিকর কোন খবর কোন চ্যানেল বা সংবাদপত্রে প্রকাশিত হলে সেই সংবাদমাধ্যমের উপর নানাবিধ আক্রমণ নামিয়ে আনা হচ্ছে।
বার বার দাবি জানানো স্বত্ত্বেও সাংবাদিক ও সংবাদমাধ্যমের উপর আক্রামন বন্ধ হচ্ছে না। কিন্তু সরকারের তরফেও এব্যাপারে কোন ইতিবাচক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না, বরং আক্রমনের মাত্রা দিন দিন বেড়ে চলছে। গতকাল আচমকা কোন বৈধ ও গ্রহনযোগ্য কারন ছাড়া একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় রাজ্যের জনপ্রিয় চ্যানেল পি বি ২৪ এর সম্প্রচার বন্ধ করা হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে অপারেটরের সাথে যোগাযোগ করা হলেও ২৪ ঘন্টা পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।
উদ্ভুত পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে এরাজ্যের বন্ধ হওয়া সবক'টি চ্যানেল - পি বি ২৪, মৃনালিনী ই এন এন, হাল্লাবোল, আকাশ ত্রিপুরা এবং চ্যানেল দিনরাত -এর সম্প্রচার পুনরায় চালু করতে রাজ্য সরকারের দৃষ্টিআকর্ষণ করেছে। সেই সঙ্গে সংবাদমাধ্যমের উপর আক্রমণ বন্ধ করার প্রতিশ্রুতি দাবী করছে। অন্যথায়, অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস্ রাস্তায় নামতে বাধ্য হবে।
অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস্- এর সভাপতি সুবল কুমার দে এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।