প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির জন্য ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ ত্বরান্বিত হচ্ছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ফেব্রুয়ারি ১৩, : রাজ্যের সকল অংশের মানুষের কাছে উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে রাজ্যের পরিবহণ পরিকাঠামোকে উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির জন্য ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ ত্বরান্বিত হচ্ছে। ১২ ফেব্রুয়ারি জিরানীয়া মোটরস্ট্যান্ডে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি খোয়াইয়ের পুরান বাজারে ইন্টিগ্রেটেড পার্কিং কমপেক্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। এই ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে ৪.৩২ কোটি টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জিরানীয়া মোটরস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড, সিপাহীজলা জেলার মেলাঘর মোটরস্ট্যান্ড, খোয়াই জেলার তেলিয়ামুড়ায় জেলা পরিবহণ কার্যালয়, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে জেলা পরিবহণ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জিরানীয়া মোটরস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ও পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানীয়া মোটরস্ট্যান্ডের ভূমি পূজা কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, জিরানীয়া মোটরস্ট্যান্ড নির্মাণে ১৩.২৫ কোটি টাকা, জোলাইবাড়ি মোটরস্ট্যান্ড ও মেলাঘর মোটরস্ট্যান্ড নির্মানে ৫ কোটি টাকা করে, তেলিয়ামুড়ায় জেলা পরিবহণ কার্যালয় ও শান্তিরবাজারে জেলা পরিবহণ কার্যালয় নির্মাণে ব্যয় হবে ৬.৫০ কোটি টাকা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহণ সচিব সি কে জমাতিয়া ও জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। খোয়াইয়ে ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় (দত্ত), জেলাশাসক চাঁদনী চন্দ্রন প্রমুখ। তেলিয়ামুড়ায় জেলা পরিবহণ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে তেলিয়ামুড়া ব্লক প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়, খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইসচেয়ারম্যান মধুসূদন রায়, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আরও বলেন, আজ যে মোটরস্ট্যান্ডগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল তা আগামী ১ বছর পরেই গাড়ির মালিক, চালক ও যাত্রীদের পরিষেবা দিতে শুরু করবে। আগে জিরানীয়া এলাকায় একটা অস্থির পরিবেশ ছিল। বর্তমানে তা আর নেই। সুস্থ পরিবেশে জিরানীয়া মহকুমা ও মহকুমাবাসীদের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে এই এলাকায় আরও উন্নয়ন ও পরিকাঠামোর আধুনিকীকরণ করা হবে। মানুষকে সঠিক গণতান্ত্রিক অধিকার দিতে রাজ্য সরকার নিরন্তর কাজ করছে। আর তারই দৃষ্টান্তস্বরূপ আজ এখানে ৪০ কোটি ৫৭ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন হয়েছে। তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি রূপায়ণে রাজ্য সরকার কোন ধরণের রাজনীতিকে প্রশ্রয় দেয়না। সরকারের লক্ষ্য সবকা সাথ- সবকা বিকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরির ক্ষেত্রেও মেধাকে প্রধান্য দেওয়া হয়। রাজ্য সরকার মহিলাদের উন্নয়নেও বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। যুবা সম্প্রদায়কে আত্মনির্ভর করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, উন্নয়নের নিরিখে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে সরকারের লক্ষ্য। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন কাজের মধ্য দিয়েই একটি রাজ্য সরকারের পরিচয় তৈরী হয় এবং জনগণের সাথে সরকারের একটি সুসম্পর্ক সৃষ্টি হয়। তিনি বলেন, সারা রাজ্যের সাথে জিরানীয়ায়ও উন্নয়ন যজ্ঞ চলছে। জিরানীয়া অঞ্চলে ইতিমধ্যে জাতীয় সড়কের চার লেনের কাজ শুরু হয়ে গেছে। জিরানীয়া মহকুমা হাসপাতালের কাজও দ্রুত এগিয়ে চলছে। মহকুমার শচীন্দ্রনগর কলোনী গ্রামপঞ্চায়েতে আধুনিক পর্যটন পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ সচিব সি কে জমাতিয়া৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস।
আরও পড়ুন...