Share Whatsapp

ব্যতিক্রমী কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করুন : মুখ্যমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, জুলাই ৫, : নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে কাজ করলে সাফল্য মিলবেই l স্বামী বিবেকানন্দের প্রয়ান দিবসের ১১৯ তম পুন্য তিথিতে বিবেকানন্দ বিচার মঞ্চ আয়োজিত এক অনারম্বর অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব l আজ প্রজ্ঞাভবনে আয়োজিত "ভারতীয় ব্যবস্থা ও ভারতীয় চিন্তন" এই ভাবনায় মন্থন শীর্ষক অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী l জন কল্যানে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচী ও প্রকল্পের সুযোগ সম্পর্কে আরও জন জাগরণ তৈরীর লক্ষ্যে ইতিবাচক প্রচারে গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী । স্বামী বিবেকানন্দের আদর্শ নিজেদের জীবন শৈলীতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন l

মুখ্যমন্ত্রী বলেন গতানুগতিকতার উর্দ্ধে নিজের ভাবনা এবং চিন্তননির্ভর কাজ, নিজেকে যেমন আরো বেশী সমৃদ্ধ করে তেমনি কার্য সম্পাদনেও গতি সঞ্চার করে l প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের গৃহীত প্রকল্প অটল জলধারার মিশন এবং মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার চালু করার ফলে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন এবং ফসল বীমা যোজনার সুযোগকে আরও বিস্তার লাভ করেছে l নিয়োগ নীতিতে থেকে শুরু করে, বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী বাছাই ও সরকার পরিচালনায় স্বচ্ছতার সাথে সমস্ত অংশের মানুষের কল্যাণে কাজ করছে রাজ্য সরকার l মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর মার্গদর্শনে জনধন একাউন্ট হয়েছে বলেই বিভিন্ন প্রকল্পের সুবিধা এখন সুবিধেভোগীরা সরাসরি পেতে পারেন l এর ফলে কোন ধরনের কমিশন আদায়ের সুযোগ এখন নেই l

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমেই কোয়াইফাং স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সুমিত কুরিকে পাহাড়ি এলাকায় কোভিড টিকাকরণের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য নজির তৈরী জন্য সম্বর্ধিত করেন । কোভিডকে প্রতিহত করতে নিজ কর্তব্যের ক্ষেত্রটিকে প্রাধান্য দিয়ে আশা কর্মী সঙ্গীতা দেব আচার্যী বৃষ্টির মধ্যেও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব প্রতিপালন করে দৃষ্টান্ত স্থাপনের জন্য এদিন মুখ্যমন্ত্রী তাঁর প্রশংসা করেন এবং সম্মানিত করেন l এছাড়াও বেশ কয়েকজন আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীকে এদিন সম্বর্ধিত করা হয়। তাঁরা হলেন, হরিপদ দেববর্মা, অরুনা দেববর্মা, ঊষারাণী দেববর্মা, তরুবালা দেববর্মা, মিতা নাহা দাস রায়, শেফালী দেব এবং সরবরি পাল। তাঁরা প্রত্যেকেই বর্তমান সময়ে কর্ম ক্ষেত্রে নিষ্ঠার পরিচয় দিয়েছেন । একই সাথে কোভিড ভ্যাক্সিনেশনেও প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে নিরলস ভাবে কাজ করে গেছেন । তাঁদের এই কর্তব্যনিষ্ঠা কে সম্মান জানানো হয় এদিন l

এদিনের অনুষ্ঠানে সম্বর্ধনা প্রাপকদের মধ্যে ছিলেন অটোচালক সুজিত বরণ নাথ। তিনি নিজের অটোতে ফেলে যাওয়া এক বাংলাদেশী নাগরিককের মূল্যবান স্বর্ণালংকার ও সামগ্রী ফিরিয়ে দিয়ে সততার অনান্য নজির সৃষ্টি করেন। এরপর সম্বর্ধনা প্রদান করা হয় উদ্যমী যুবা কৃষক বিক্রমজীৎ চাকমাকে । যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আত্মনির্ভরতার প্রেরণায় উনুপ্রাণিত হয়ে আপেল কুল চাষ করে আজ স্বনির্ভর।মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব সবাইকে স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথ অনুসরণ করে সদর্থক চিন্তাভাবনা নিয়ে কাজ করার পরামর্শ দেন। একই সাথে তিনি বর্তমান সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প সম্পর্কে জন জাগরনে ভূমিকা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান রাখেন l এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে. কে সিনহা, সচিব পি. কে গোয়েল, টিসিএ-র সভাপতি প্রফেসর ডঃ মানিক সাহা, বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি তথা ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্যী, বিবেকানন্দ বিচার মঞ্চের সহ-সভাপতি তথা ত্রিপুরা ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত, বিবেকানন্দ বিচার মঞ্চের সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, প্রমূখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.