Hare to Whatsapp
তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য বিপ্লব দেব- এর পরামর্শে সাহায্য পৌঁছে দিল গ্রেজেটেড অফিসার্স সংঘ
By Our Correspondent
আগরতলা, জুলাই ৪, : ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় সাহায্যের কাতর আবেদনে সাড়া দিয়ে সাহায্য পৌঁছে দিয়েছেন বিভিন্ন মানুষের কাছে। কখনও তা অষ্টম শ্রেনীর ছাত্রীর কাছে কখনও বা ক্যানসার আক্রান্ত রোগীর পরিবারে।
এসব দেখেই রাজ্যের তৃতীয় লিঙ্গের নাগরিকরা মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা গ্রেজেটেড অফিসার্স সংঘকে পরমর্শ দেন, যত দ্রুত সম্ভব এই মানুষদের সহযগিতা করতে।
শনিবার গ্রেজেটেড অফিসার্স সঙ্ঘের তরফে সাহায্য পৌঁছে দেওয়া হয় শ্যামলী বাজার এলাকায় তৃতীয় লিঙ্গের নাগরিকদের কাছে।
বিপ্লব দেব বারবার বলেন, তিনি দলমত নির্বিশেষে সমগ্র ত্রিপুরাবাসীর মুখ্যমন্ত্রী। তাঁর এই উদ্যোগ আরও একবার সেটাই প্রমাণ করল। সামাজিক বেড়াজালে আবদ্ধ থাকতে হয় তৃতীয় লিঙ্গের নাগরিকদের। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সাহায্যে তাঁরাও খুশি। সাহায্য পেয়ে তাঁরা প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর ভূমিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারিফও শোনা গিয়েছে তাঁদের গলায়।
জিরানিয়ার বাসিন্দা শ্রীমতী রত্না দাস মুখ্যমন্ত্রীর ফেসবুকে জানান কয়েক মাস ধরে তিনি তীব্র অর্থ সঙ্কটে ভুগছেন। কিছুদিন হল দশ মাসের শিশুকে হারিয়েছেন রত্নাদেবী। তাঁর আর্জিতে সারা দেন মুখ্যমন্ত্রী। বিপ্লব দেবের প্রতিনিধিরা গিয়ে সাহায্য পৌঁছে দেন সদ্যজাত সন্তান হারানো মায়ের কাছে। যে অন্ধকারের গুমোট পরিবেশ তৈরি হয়েছিল, কঠিন শোকের মধ্যে মুখ্যমন্ত্রীর সাহায্য অনেকটাই আশা জাগালো রত্নাদেবীর পরিবারে।