Hare to Whatsapp
ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ফেব্রুয়ারি ২০, : তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের কৃষ্ণমনি পাড়ার ক্যান্সার আক্রান্ত এক জনজাতি শিশুর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। তার চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। প্রয়োজনে বহিঃরাজ্যে নিয়েও যাতে তার চিকিৎসার বন্দোবস্ত করা হয়, সে বিষয়টিও নির্দেশে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
আজ মহাকরণে নিজের তিন বছরের ক্যান্সার আক্রান্ত শিশু কুলুংসা রিয়াংকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে স্ত্রী সহ দেখা করেন শ্রী দহরাম রিয়াং। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, দহরাম রিয়াং এর পরিবার এম জি এন রেগায় কাজ পেয়েছে। তাদের জমির পাট্টা দেওয়া হয়েছে। কিন্তু ক্যান্সারের চিকিৎসা করার জন্য প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ক্যান্সার আক্রান্ত এই পরিবারটিকে মাসিক ১০০০ টাকা করে ভাতা প্রদান করবে। এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের ব্যবস্থা রয়েছেই। এই সুবিধা প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তাদের সরকারি প্রকল্পে যাতায়াত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রয়োজনে তাকে বহিঃরাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ভাতা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড প্রদানের বিষয়টি শীঘ্রই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিজের শিশুসন্তানের পাশে এভাবে মুখ্যমন্ত্রীকে পেয়ে যারপরনাই খুশি দহরাম রিয়াং। তারা আশা প্রকাশ করছেন, সরকারের এই সাহায্য পেয়ে শীঘ্রই দুরারোগ্য ক্যান্সার থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনযাপন শুরু করবে তিন বছরের শিশু কুলুংসা।