Hare to Whatsapp
পুলিশের সামনেই বাইক বাহিনীর আক্রমন চলতে থাকায় উদ্বিগ্ন সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী প্রতিকারে বিকল্প ভাবছেন
By Our Correspondent
আগরতলা, ২৫ , : আজ তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীতে সি পি আই (এম) নেতা, কর্মী, সমর্থকদের ওপর শাসক দল বি জেপি’র কর্মী-কমর্থকদের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করছে সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী। ফ্যাসিস্টসুলভ আক্রমণে সি পি আই (এম) তেলিয়ামুড়া মহকুমা সম্পাদকমন্ডলী সদস্য অজয় ঘোষ সহ অন্তত ১২জন আহত হন। তাদের প্রথমে তেলিয়ামুড়া হাসপাতাল এবং অজয় ঘোষ, হরিপদ সরকার, সুকুমার দাসের আঘাত গুরুতর হওয়ায় তাদের জি বি হাসপাতালে চিকিৎসা করাতে হয়। বি জে পির বাইক বাহিনী অজয় ঘোষ, সম্পাদকমন্ডলীর সদস্য সুভাষ নাথসহ ৯ জনের বাড়ি আক্রমণ করে ভাঙচুর চালায়। বেলা ১১ টা নাগাদ পুলিশের সামনে এ আক্রমণ সংগঠিত হয়। পুলিশ আহতদের হাসপাতালে আনতে সাহায্য করলেও একজন আক্রমণকারীকেও গ্রেপ্তার করেনি।
সি পি আই (এম) নেতা, কর্মী, সমর্থকরা এলাকার জনগণের সমস্যা নিয়ে মিছিল করে ঘিলাতলী থেকে কল্যাণপুর যাবার পথে কল্যাণপুর এবং পাশ্ববর্তী এলাকার বি জে পি দুবৃত্ত বাহিনী ফ্যাসিস্টসুলভ আক্রমণ এবং তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। রাজ্য সম্পাদকমন্ডলী আক্রমণকারীদের গ্রেপ্তার দাবি করছে। বি জে পি কর্মীদের ফ্যাসিস্টসুলভ আক্রমণের বিরুদ্ধে, গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারের সংগ্রামে সমস্ত শান্তিকামী জনগণকে এক বিবৃতিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
জানাগেছে, পুলিশের সামনেই বাইক বাহিনীর আক্রমন চলতে থাকায় উদ্বিগ্ন সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী প্রতিকারে বিকল্প কীছু ভাবছেন। খুব শীঘ্রই প্রতিকারে পুলিশ প্রধান ও প্রশাসনিক দুই প্রধানকে জানানো হবে। এর পরও হামলা বন্ধ না হলে নেতৃত্ব বিকল্প চিন্তা করবে বলে জানিয়েছেন রাজ্য সম্পাদক মন্ডলীর এক সিনিয়র সদস্য।