Hare to Whatsapp
নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভায়
By Our Correspondent
আগরতলা, ২৫ , : তথ্য-প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের নতুন প্রজন্ম ও আইটি স্টার্ট-আপগুলিকে উত্সা হিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এবিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, নতুন প্রজন্মের জন্য 'নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক' প্রকল্প শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য যথাযথ পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। ছাত্রছাত্রীরা স্থানীয় সমস্যাকে চিহ্নিতকরণ করবে এবং তা সমাধানের জন্য প্রযুক্তিগত সমাধান বের করার জন্য তাদের উত্সাহিত করা হবে। তাঁর কথায়, প্রথমে রাজ্যের সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউশনে এই প্রকল্প লাগু হবে। পরবর্তীতে পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি ডিগ্রি কলেজে তা বাস্তবায়িত করা হবে। যে যে শিক্ষা প্রতিষ্ঠান এই স্কিম লাগু করতে উদ্যোগী হবে তাদের পরিকাঠামো নির্মাণের জন্য তথ্য-প্রযুক্তি দফতর এককালীন ১০ লক্ষ টাকা দেবে। তাঁর দাবি, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের বিকাশে এই প্রকল্প হয়ে উঠবে এক নতুন মাইলস্টোন। রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার সংকল্প নিয়ে পথ চলছে। এই প্রকল্প সেই স্বপ্ন সফল করার গতিকে আরও তরান্বিত করবে। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির বিকাশের জন্য ত্রিপুরায় সমস্ত রসদ রয়েছে। ত্রিপুরার বহু মেধা অন্য রাজ্যে এই ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে কাজ করছেন। তিনি তাঁদের কাছেও অনুরোধ করেন, রাজ্যে যে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে তাতে আপনারা অংশ নিন। সরকার সমস্ত সহায়তা করবে।