Hare to Whatsapp
মুখ্যমন্ত্রী সকালে ত্রিপুরা নিউজ পেপার সােসাইটির প্রতিনিধি
By Our Correspondent
আগরতলা, জুন ১৭, : ত্রিপুরা নিউজ পেপার সােসাইটির এক প্রতিনিধিদল ১৫ জুন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন। সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাতকারের সময় প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন সুবল কুমার দে, অরুণ নাথ, শানিত দেবরায়, জয়ন্ত দেবনাথ, রাজীব দত্ত, রঘুনাথ সরকার প্রমুখ। সাক্ষাতকারের সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে বিজ্ঞাপন নীতি ও সংবাদপত্রের বিভিন্ন সমস্যা সংক্রান্ত নিয়ে এক দাবি সনদ পেশ করা হয়। মুখ্যমন্ত্রী
বিপ্লব কুমার দেব প্রতিনিধিদলকে জানান, তাদের পেশ করা দাবি সনদ সরকার খতিয়ে দেখবে। সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাথে সংবাদপত্র প্রতিষ্ঠানের মতবিনিময়ের মাধ্যমে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের প্রতি রাজ্য সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর ইতিবাচক ভূমিকা নেবে।