Hare to Whatsapp
সালেমা বাজারে বহু লোকের সামনে প্রকাশ্যে বাইক বাহিনীর হাতে আক্রান্ত চাকুরীচ্যুত শিক্ষক, পুলিশ নিরব!
By Our Correspondent
আগরতলা, মে ১৯, : আজ সকাল ৮ টা নাগাদ কমলপুর মহকুমার সালেম বাজারে চাকরীচ্যুত শিক্ষক শ্রী বিধুভূষণ দাস- এর উপর এলাকার কতিপয় সমাজবিরোধী এবং বাইক বাহিনী বর্বরোচিত ভাবে আক্রমণ সংগঠিত করে। জনবহুল এলাকায় বহূ মানুষের সামনে মারাত্মক ভাবে আহত শ্রী দাস বর্তমানে কুলাই হসপিটালে চিকিৎসাধীন।
তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং পিঠে এবং পায়ে প্রচণ্ড ভাবে আঘাত করা হয়েছে । উনার সিটি স্ক্যান করা হয়েছে।
চাকরীচ্যুত শিক্ষকদের তরফে অভিযোগ করা হয়েছে যে, শাসক দলের লোকেরাই আজকের ঘটনায় যুক্ত। পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ চুপ। একের পর এক অমানবিক বর্বোরোচিত ভাবে শিক্ষকদের উপর এবং তাদের পরিবারের সদস্যদের উপর শাসক দলের বাইক বাহিনী বিভিন্ন জায়গায় ছাটাই শিক্ষকদের উপর আক্রমণ সংঘটিত করছে। আমরা 10324 জয়েন্ট মুভমেন্ট কমিটি আজকের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে।অবিলম্বে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে
বাইক বাহিনী সমাজবিরোধীদের দ্বারা চাকরীচ্যুত শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ বন্ধে যথাযথ ব্যাবস্হা গ্রহনের দাবী জানানো হয়েছে।