Hare to Whatsapp
মুখ্য সচিব- হস্তক্ষেপে ক্যাবল টিভি আংশিক চালু, তবে এখনো বন্ধ স্থানীয় চ্যানেল গুলি অবিলম্বে চালুর দাবী এ ও জে-র
By Our Correspondent
আগরতলা, মে ১৯, : অ্যাসেম্বলি অব জার্নালিস্টস- র দাবির প্রেক্ষিতে রাজ্যে ক্যাবল টিভি পরিষেবা স্বাভাবিক হতে চলছে। এ ও জে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে পরিষেবা স্বাভাবিক করতে দাবি জানিয়েছিল রবিবার। মঙ্গলবার অ্যাসেম্বলি অব জার্নালিস্টস'র পক্ষে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপরই ক্যাবল টিভি পরিষেবা আংশিক চালু হয়। অবশ্য স্থানীয় টিভি চ্যানেল গুলি এখনো বন্ধ রয়েছে। অ্যাসেম্বলি অব জার্নালিস্টস অবিলম্বে স্থানীয় টিভি চ্যানেল গুলি অবিলম্বে চালু করতে দাবি করছে।
গত শনিবার থেকে আগরতলা সহ রাজ্যের বেশকিছু স্থানে হঠাৎ করেই ক্যাবল টিভি পরিষেবা বন্ধ হয়ে পরে। প্রশাসনের পক্ষে এক অভিযানের পর ক্যাবল টিভি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে এই করোনা অতিমারির মরশুমে সাধারণ মানুষ সংবাদ সহ বিনোদন থেকে বঞ্চিত হয়ে আসছিল। এ ও জি জনসাধারণের এই অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে সোচ্চার হয়ে আওয়াজ তোলে। সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতেই প্রশাসন পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেয় বলে মনে করছে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস।