Hare to Whatsapp

করোনা হোম কোয়ারান্টাইনের রোগীদের বিনামূল্যে অক্সিজেন বিলির দায়িত্ব নিল টীম নিউজ ভ্যানগার্ড

By Our Correspondent

আগরতলা, মে ১৭, : করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যারা হোম কোয়ারান্টাইনে আছেন, তাদের মধ্যে মুমূর্ষু রোগীদের অক্সিজেনের প্রয়োজন মেটানোর যথাসম্ভব দায়িত্ব নিল রাজধানীর ক্যাবল টিভি সংস্হা টীম নিউজ ভ্যানগার্ড।

এক সাংবাদিক সম্মেলনে আজ সংস্হার তরফে জানানো হয়েছে, নিখরচায় তারা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে করোনা রোগীদের বাড়িতে |

কিভাবে যোগাযোগ করবেন? সংস্হার তরফে জানানো হয়েছে, অক্সিজেন সিলিন্ডারের জন্য করোনা পসিটিভ হওয়ার সার্টিফিকেট, বাড়ির ঠিকানার প্রমানপত্র ও নিম্নগামী অক্সিজেন সেচুরেশনের রিডিং সহ ভ্যানগার্ডের হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ করতে হবে |হোয়াটস্যাপ নং 9612817705 এবং 8794978353।এরপরে নিকটবর্তী ক্লাবে যোগাযোগ করুন, ক্লাব কর্তৃপক্ষ টীম নিউজ ভ্যানগার্ডকে সবুজ সঙ্কেত দেবার সঙ্গে সঙ্গেই রোগীর পরিজনেরা ২৪ ঘন্টার জন্য অক্সিজেন সিলিন্ডার নিখরচায় পেতে পারেন বলে সাংবাদিক সম্মেলনে জানান নিউজ ভ্যানগার্ড এডিটর সেবক ভট্টাচাৰ্য |

"প্রশ্বাসে ভ্যানগার্ড" - নামক পরিষেবাতে টীম নিউজ ভ্যানগার্ডকে সর্বতোভাবে সহায়তা করছে বিজয়কুমার চৌমুহনীস্থিত ইস্টার্ণ সায়েন্টিফিক কর্পোরেশন, বড়দোয়ালীস্থিত

মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট এবং বোধজংনগরস্থিত ত্রিপুরা এয়ার প্রোডাক্টস |আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে আগরতলা ক্লাব ফোরামের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান তথা দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, নিউজ ভ্যানগার্ডের "প্রশ্বাসে ভ্যানগার্ড" কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবসহ সামাজিক সংস্থাগুলোর এধরণের কাজে আরো এগিয়ে আসার আহ্বান জানান | আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার "প্রশ্বাসে ভ্যানগার্ড" কর্মসূচীকে সময় উপযোগী ও ব্যতিক্রমী কর্মসূচী বলে আখ্যায়িত করেন | মা উষা চ্যারিটেবল ট্রাস্টের রূপকার তথা বিশিষ্ট চিকিৎসক সুশান্ত রায় "প্রস্বাসে ভ্যানগার্ড" কর্মসূচীকে রাজ্যের সার্বিক চিকিৎসা পরিষেবার সহায়ক কর্মসূচী হিসেবে ব্যাখ্যা দেন | সাংবাদিক সম্মেলনে বিজয়কুমার চৌমুহনীস্থিত ইস্টার্ন সাইন্টিফিক কর্পোরেশনের কর্ণধার বিশ্বনাথ আইন দাস নিজের সংস্থাকে এই "প্রশ্বাসে ভ্যানগার্ড" কর্মসূচীর সাথে যুক্ত করতে পারায় সন্তোষ প্রকাশ করেন | আগরতলা পুর এলাকার ক্লাবসমূহকে নিজ এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা পজিটিভ রোগীদের বাড়িতে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে সহায়ক ভূমিকা গ্রহণ করার জন্যও সাংবাদিক সম্মেলনে আহ্বান রেখেছে নিউজ ভ্যানগার্ড কর্তৃপক্ষ |


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.